বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

দুর্গাপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

দুর্গাপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

দুর্গাপুর (নেত্রকোনা), ২৮ এপ্রিল, এবিনিউজ: নেত্রকোনার দুর্গাপুরে ‘‘উন্নয়ন আর আইনের শাসনে এগিয়ে চলছে দেশ, লিগ্যাল এইডের সুফল পাচ্ছে সারা বাংলাদেশ’’ এই প্রতিপাদ্যে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় আইন সহায়তাদিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে দুর্গাপুর সিনিয়র সহকারী জজ আদালত হতে বিচারকবৃন্দ, আইনজীবি, জনপ্রতিনিধি, সাংবাদিক, মুক্তিযোদ্ধা, সুশীলসমাজসহ সর্বস্তরের অংশগ্রহনে এক বর্ণাঢ্য র‌্যালী পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ হলরুমে সিনিয়র সহকারী জজ দুর্গাপুর চৌকি মোঃ জগলুল হক এর সভাপতিত্বে সিনিয়র আইনজীবি মানেশ চন্দ্র সাহার সঞ্চালনায় মুল প্রবন্ধ উপস্থাপন করেন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ ফয়সল তারেক।

অন্যদের মধ্যে আলোচনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ, সিনিয়র সহকারী পুলিশ সুপার শাহ্ শিবলী সাদিক, পৌর মেয়র আলহাজ্ব আব্দুস ছালাম, উপজেলা লিগ্যাল এইড এর সদস্য সচিব সিনিয়র আইনজীবি বিমল চন্দ্র সাহা, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ্ব আলাউদ্দিন আল আজাদ, প্রবীন রাজনীতিবীদ দূর্গাপ্রসাদ তেওয়ারী,

অফিসার ইনচার্জ দুর্গাপুর থানা মোঃ মিজানুর রহমান আকন্দ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, সিনিয়র আইনজীবি মোঃ আঃ গণী, মোঃ শাহনেওয়াজ আকজ্ঞি, ইউপি চেয়ারম্যান মোঃ শাহিনুর আলম সাজু, মোঃ শফিকুল ইসলাম প্রমুখ। আলোচনা শেষে উপজেলা শিল্পকলা একাডেমী এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

এবিএন/তোবারক হোসেন খোকন/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত