বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • মদনবাসীর টেলিটক সিম কাজে আসছে না: ভোক্তভোগীদের অভিযোগ

মদনবাসীর টেলিটক সিম কাজে আসছে না: ভোক্তভোগীদের অভিযোগ

মদনবাসীর টেলিটক সিম কাজে আসছে না: ভোক্তভোগীদের অভিযোগ

মদন (নেত্রকোনা), ২৮ এপ্রিল, এবিনিউজ: নেত্রকোনার মদনে টেলিটক সিম কাজে আসছে না। গত ২০/২৫ দিন ধরে এ সিমটির নেটওর্য়াক না থাকায় কোন কাজেই করতে পারছেন না সুবিধাভোগীরা। এ নিয়ে তারা ক্ষোভ প্রকাশ করেছেন। টেলিটক সিমটি হচ্ছে বাংলাদেশ লিমিটেড যার ব্র্যান্ড নাম টেলিটক’’ বাংলাদেশ রাষ্ট্রয়াত্ত একটি মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠান। এটি বাংলাদেশের একটি জিএসএম ও থ্রিজি ভিত্তিক রাষ্ট্রীয় মালিকাধানী মোবাইল ফোন কোম্পানি থাকার সত্বেও সুবিধাভোগীরা এর ব্যবহার থেকে বঞ্চিত হচ্ছেন।

ভোক্তভোগী সিম ব্যবহার কারী ফ্রেন্ডশীপ কম্পিউটার ট্রেনিং সেন্টারের পরিচালক মোঃ সারোয়ার হোসেন,প্যারাডাইস কম্পিউটার ট্রেনিং সেন্টারের পরিচালক হোসাইন আহম্মদ,জসিম কম্পিউটার ট্রেনিং সেন্টারের পরিচালক জসিম উদ্দিন,টার্গেট কম্পিউটার ট্রেনিং সেন্টারের পরিচালক মিজানুর রহমান টিপু,মদন ইউনিক কম্পিউটার ট্রেনিং সেন্টার মালিক সাইফুল ইসলাম, জানান,২০ /২৫ দিন ধরে টেলিটক সিমটি দিয়ে কোনা কাজ করতে পারছিনা। মূলত এ সিমটি অনলাইনের সরকারি চাকুরি জন্য আবেদন করতে হয়। সিমটির নেটওর্য়াক না থাকায় কোন সরকারি আবেদন করা সম্ভব হচ্ছেনা।

আরেক ভোক্তভোগী সিমেল আহমেদ জানান,আমি ফায়ার সার্ভিসে ফায়ার ম্যান হিসেবে গত ১৫ এপ্রিল ফ্রেন্ডশীপ কম্পিউটার ট্রেনিং সেন্টারের আবেদন করতে গেলে নেটওর্য়াক না পাওয়ায় আবেদন না করেই বাড়ি ফিরে গিয়েছি। বর্তমানে এর সময়ও চলে গেছে। আমি আর আবেদন করতে পারি নাই। জরুরী ভিত্তিতে নেটওর্য়াক চালুর জন্য কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন তারা।

এবিএন/তোফাজ্জল হোসেন/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত