বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

চট্টগ্রাম বন্দরে শুল্ক ফাঁকি দিয়ে পণ্য আমদানি

চট্টগ্রাম বন্দরে শুল্ক ফাঁকি দিয়ে পণ্য আমদানি

চট্টগ্রাম, ২৮ এপ্রিল, এবিনিউজ : চট্টগ্রামে শুল্ক ফাঁকি দিয়ে মিথ্যে ঘোষণায় আনা ১৩ কোটি টাকা মূল্যমান এক কন্টেইনার বিদেশী সিগারেট জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

আজ শনিবার সকালে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইয়ার্ডে কনটেইনারটির কায়িক পরীক্ষা করতে গেলে বিষয়টি ধরা পড়ে। এই কন্টেইনারে থ্রি জিরো থ্রি এবং মন্ড ব্র্যান্ডের ৬ লাখ ৩০ হাজার প্যাকেট সিগারেট (১ কোটি ৩০ লাখ শলাকা) ছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

কাস্টমস কর্মকর্তারা জানিয়েছেন, শিপিং এজেন্ট ফার্স্ট টেক্স লজিস্টিক মেরিটাইমের মালিকানাধীন জাহাজ এমভি ওইএল স্ট্রেইটস সিঙ্গাপুর থেকে কনটেইনার নিয়ে গত ২৬ এপ্রিল চট্টগ্রাম বন্দরের এনসিটি জেটিতে নোঙ্গর করে। ২৮ এপ্রিল রাতে কনটেইনারটি স্ক্যানিংয়ের সময় সন্দেহ হয় এবং পরে তা কায়িক পরীক্ষার সিদ্ধান্ত নেন কাস্টমস কর্মকর্তারা। শনিবার কায়িক পরীক্ষার জন্য কন্টেইনারটি খোলা হয়।

এসময় দেখা যায় কন্টেইনারটিতে ঘোষণাপত্র অনুযায়ী ফোম আমদানির কথা থাকলেও এর ভেতর থেকে উদ্ধার হয় দুটি বিদেশী ব্রান্ডের বিপুল নিষিদ্ধ সিগারেট।

কর্তৃপক্ষ জানায়, ঢাকার গ্রাম বাংলা ফুড করপোরেশন নাম দিয়ে কন্টেইনারটিতে ফোম জাতীয় পণ্য আনার কথা ছিল। ফোমের বদলে সিগারেট আমদানির বিষয়টি ধরা পড়ার পর আমদানি প্রতিষ্ঠানের বিষয়ে খোঁজ নিতে গেলে এ নামে কোন প্রতিষ্ঠানের অস্থিত্ব পাওয়া যায়নি। ভুয়া প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে শুল্ক ফাঁকি দিয়ে কোন প্রতিষ্ঠান এ কাজটি করেছে বলে ধারণা করছে কর্তৃপক্ষ।

কাস্টম হাউসের ডেপুটি কমিশনার নূর উদ্দিন মিলন বলেছেন, গোপন সংবাদের ভিত্তিতে চালানটি আটক করেন। ঢাকার পুরানা পল্টন এলাকার গ্রাম বাংলা করপোরেশনের নামে এমভি ওয়েল স্ট্রেইটস নামের একটি জাহাজে সিঙ্গাপুর বন্দর থেকে বৃহস্পতিবার চট্টগ্রাম বন্দরে আসে ২০ ফুট লম্বা কনটেইনারটি (সিএনসিইউ ১৫০৪৬২০)।

প্রতিষ্ঠানটির ঘোষণা ছিল ৫৮ দশমিক ৬৯ শতাংশ ডিউটির ৩৩৭ বেল (চাক্কি) ফেল্ট বা ফোম। কিন্তু কনটেইনারটি স্ক্যানিং করে দেখা যায় কার্টনে ভরা। তখন সিগারেট বলে সন্দেহ হয় এআইআর কর্মকর্তাদের। এরপর কনটেইনারটি বন্দরের নিরাপত্তা বিভাগের জিম্মায় দেওয়া হয়।

চট্টগ্রাম কাস্টমসের কমিশনার ড. এ কে এম নূরুজ্জামান জানান, আমদানিযোগ্য সিগারেটের শুল্ক ৪৫০ শতাংশ। আর ফোম আমদানিতে ৫৮ দশমিক ৬৯ শতাংশ শুল্ক চার্জ সরকার নির্ধারিত। মূলত শুল্ক ফাঁকির লক্ষ্যে মিথ্যা ঘোষণায় আমদানিকারক প্রতিষ্ঠান ৩৬০ বেল্ট ফেল্ট নামে ফোম জাতীয় পণ্য আমদানির ঘোষণা দেন।

আজ শনিবার সকালে কায়িক পরীক্ষার জন্য কন্টেইনার খুললে আমদানি নিষিদ্ধ সিগারেট পাওয়া যায়। তিনি বলেন, আমদানি পন্য খালাসের জন্য সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠানকে নিয়োগ দেওয়ার কথা থাকলেও এ কন্টেইনারটি খালাসের সময় কোন প্রতিষ্ঠান ছিলো না।

তিনি বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহনের জন্য সকল কাগজপত্র পর্যবেক্ষণ করছে বলে জানান।

এবিএন/রাজীব সেন প্রিন্স/জসিম/নির্মল

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত