ঢাকা, ২৮ এপ্রিল, এবিনিউজ : জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট দেয়ার ক্ষেত্রে গাফিলতির কারণেই প্রায় আড়াই লাখ রোহিঙ্গা বাংলাদেশি পাসপোর্ট নিয়ে বিদেশে পাড়ি জমিয়েছেন বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণমন্ত্রী নুরুল ইসলাম।
আজ শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর নন রেসিডেন্ট বাংলাদেশ আয়োজিত এক সেমিনারে তিনি একথা বলেন। অনুষ্ঠানে, নির্বাচন কমিশন সচিব মো. হেলালুদ্দীন বলেন, প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র দেয়ার পাশাপাশি তাদের ভোটার তালিকা করার উদ্যোগ নেয়া হয়েছে।
ইসি সচিব বলেন, তাদের জন্য আমাদের আলাদা হেল্প ডেস্ক আছে। যদি কোন প্রবাসী বাংলাদেশে আসেন এবং দ্রুত আবার চলে যাবেন, তারা যদি আমাদের টিকেট এবং অন্যান্য বিষয়গুলো দেখাতে পারেন তাহলে আমরা কিন্তু একদিনের মধ্যে জাতীয় পরিচয়পত্র দিয়ে থাকি।
এবিএন/মমিন/জসিম