বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • শিক্ষাঙ্গন
  • ইবির পরিসংখ্যান বিভাগের এসএ কমিটির সাথে উপাচার্যের মতবিনিময়

ইবির পরিসংখ্যান বিভাগের এসএ কমিটির সাথে উপাচার্যের মতবিনিময়

ইবির পরিসংখ্যান বিভাগের এসএ কমিটির সাথে উপাচার্যের মতবিনিময়

ইবি (কুষ্টিয়া), ২৮ এপ্রিল, এবিনিউজ: ইসলামী বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান বিভাগের সেল্ফ এ্যাসেসমেন্ট (এসএ) কমিটির সাথে উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে উপাচার্যের অফিসকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

পরিসংখ্যান বিভাগের সভাপতি ও এসএ কমিটির প্রধান আলতাফ হোসেন রাসেল’র সভাপতিত্বে সভার বক্তব্য প্রদান করেন উপাচার্য ড. রাশিদ আসকারী। তিনি উচ্চশিক্ষার মানোন্নয়নের ক্ষেত্রে প্রতিবন্ধকতা এবং তা দূরীকরণের উপায় সম্পর্কে আলোচনা করেন। পাশাপাশি বিভাগীয় শিক্ষার গুনগত উন্নয়নের ক্ষেত্রে বিভিন্ন সূচক নিয়েও বিশদ আলোচনা করেন।

মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য দেন কমিটির সদস্য ও বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ড. কামাল উদ্দিন। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, শ্রীলংকান অধ্যাপক ড. পিএস পেরিশ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সুকুমার সাহা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জাহানুর রহমান, আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. কেএম আব্দুস সোবহান, সহযোগী অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন প্রমুখ।

এবিএন/অনি আতিকুর রহমান/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত