টাঙ্গাইল, ২৮ এপ্রিল, এবিনিউজ: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার দশকিয়া ও দুর্গাপুর ইউনিয়নের ৩টি গ্রামীণ উন্নয়নমূলক কাজের উদ্বোধন হয়েছে। আজ শনিবার বিকালে প্রধান অতিথি হিসেবে কাজগুলোর উদ্বোধন করেন কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র আনসার আলী বিকম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক ও দশকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএ মালেক ভূইয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম আনোয়ার হোসেন প্রামাণিক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মিজানুর রহমান মজনু, উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক শরীফ আহম্মেদ রাজু, উপজেলা আওয়ামী লীগ নেতা বাবুল বোস,
অ্যাডভোকেট হুমায়ুন কবির, নারান্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা মাসুদ তালুকদার, দশকিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কোরবান আলী, দুর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু বকর সিদ্দিকী, সাধারন সম্পাদক ইসরাইল হোসেন, আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফি, কালিহাতী উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মনিরুজ্জামান মনির, কালিহাতী পৌর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক উজ্জ্বল মিয়া,
নারান্দিয়া ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক তোফাজ্জল হোসেন, নারান্দিয়া সাবেক সভাপতি সোহেল রানা, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জয়নাল আবেদীন জনি, সাধারন সম্পাদক মোজাম্মেল হক্ ও সহ-সভাপতি শরিফুল ইসলাম স্বপন, সেচ্ছাসেবক লীগের নেতা আজিম উদ্দিন প্রমূখ।
উল্লেখ্য দশকিয়া কর্মকার পাড়ার রাস্তা ও ঢোলকান নতুন মসজিদের রাস্তা এবং দূর্গাপুরের তারার বাড়ী হতে দত্তপাড়া রাস্তার ইটের সলিংয়ের তিনটি কাজ বাস্তয়বায়ন করছে কালিহাতী উপজেলা পরিষদ।
এবিএন/তারেক আহমেদ/জসিম/তোহা