বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

কালীগঞ্জে এক নারীকে কুপিয়ে হত্যা

কালীগঞ্জে এক নারীকে কুপিয়ে হত্যা

ঝিনাইদহ, ২৮ এপ্রিল, এবিনিউজ: ঝিনাইদহের কালীগঞ্জে কুমারী মিলা রানী দাস (৫৮) নামের এক নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ শনিবার বিকাল আনুমানিক ৫ টার দিকে কালীগঞ্জের শিবনগর দাস পাড়ার শ্মশাণ ঘাট নামক স্থানে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মিজানুর রহমান খান। মিলা রানী দাস শিবনগর দাস পাড়ার মল্লিক চন্দ্র দাসের স্ত্রী।

নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, মিলা রানী দুপুরে তার অসুস্থ ছেলের স্ত্রী কল্পনা রানীকে হাসপাতালে দেখতে যান। হাসপাতাল থেকে ফিরে বিকেলে শিবনগর দাসপাড়া শ্মশান ঘাটের চিত্রা নদীতে গোসল করতে যান। গোসল শেষে বাড়ি ফেরার পথে কে বা কারা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এ সময় পরিবারের সদস্যরা কান্নায় ভেঙ্গে পড়েন।

মিলা রানীর ছেলে সাগর দাস কান্না জড়িত কণ্ঠে বলেন, তারা ৪ বোন ও ২ ভাই। তার মা পরের বাড়িতে ঝি এর কাজ করে। আমার মায়ের কোন শত্রু নেই। তিনি হাসপাতাল থেকে ফিরে বিকেলে শ্মশান ঘাটের নদীতে গোসল করতে যান। সেখানে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মিজানুর রহমান খান জানান, ওই মহিলার বয়স সম্ভাবত ৭০ বছর হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।

তিনি আরো বলেন, যে জমিতে লাশটি পাওয়া গেছে সেখানে খেজুর গাছের ডাল কাটা এবং মাটির কাজ হয়েছে। তার মুখের নীচের বাম থুতনিতে ও ডান হাতে আঘাতের চিহৃ রয়েছে। তবে কে বা কারা হত্যাকা-ের ঘটনা ঘটিয়েছে তা তাৎক্ষনিকভাবে জানাযায়নি। তবে খুব শীঘ্রই রহস্য উদঘাটন হয়ে যাবে।

হত্যাকা-ের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন, ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনার, পৌর মেয়র আলহাজ্ব মকছেদ আলী বিশ্বাস, থানার ওসি মিজানুর রহমান খান।

এবিএন/যবনিক/জসিম/তোহা

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত