শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • পটিয়া পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন
সভাপতি অপু, সম্পাদক তাপস

পটিয়া পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন

পটিয়া পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন

পটিয়া (চট্টগ্রাম), ২৮ এপ্রিল, এবিনিউজ : পটিয়ায় বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন আজ শনিবার বিকেলে কর্ণফুলী কমিউনিটি সেন্টারে সভাপতি রণধীর চক্রবর্ত্তী মেম্বারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রূপক শীলের সঞ্চালনায় অনুষ্টিত হয়।

এতে উদ্বোধক ছিলেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ চট্টগ্রাম জেলার সাবেক সভাপতি অধ্যাপক নারায়ন কান্তি চৌধুরী।

প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম জেলা সভাপতি শ্যামল কুমার পালিত।

প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম জেলা সাধারণ সম্পাদক অসীম কুমার দেব।

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পালিত, উত্তম শর্ম্মা, সাংঠগনিক সম্পাদক কল্লোল সেন, আনোয়ারার আহবায়ক দোলন মজুমদার, হরিপদ চৌধুরী, পটিয়া উপজেলার সাবেক সভাপতি নিখিল দে, চন্দন দে মেম্বার, রাজীব চৌধুরী রাজু, অর্ক মিত্র, গৌতম দে পলাশ প্রমুখ।

দ্বি-বার্ষিক সম্মেলনের শেষে উপস্থিত সর্বসম্মতিক্রমে ২ বছর মেয়াদে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ পটিয়া উপজেলা শাখার সমীর দে অপুকে সভাপতি ও সাংবাদিক তাপস দে আকাশকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে শ্যামল কুমার পালিত বলেন, ৩০ লক্ষ শহীদ ও ২ লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। যে কারণে বাংলাদেশ স্বাধীন হয়েছে একটি জনগোষ্ঠীকে পিছনে রেখে অপর জনগোষ্ঠীকে নিয়ে দেশ এগিয়ে যেতে পারেনা।

দেশকে এগিয়ে নিতে হলে সকল সম্প্রদায়ের লোকের অধিকার নিশ্চিত করে বাংলাদেশকে এগিয়ে নিতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

এবিএন/সেলিম চৌধুরী/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত