![কিশোরগঞ্জে মোটরসাইকেল ও সিএনজিসহ আটক ১](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/28/arrest_abnews_137303.jpg)
কিশোরগঞ্জ, ২৮ এপ্রিল, এবিনিউজ : চুরির এক ঘন্টার মধ্যে বিশেষ অভিযান চালিয়ে মোটর সাইকেল ও সিএনজিসহ এক চোরকে আটক করেছে কিশোরগঞ্জ থানা পুলিশ।
পুলিশ জানায় গতকাল শুক্রবার রাত সোয়া ৮টার দিকে কিশোরগঞ্জ রশিদাবাদ এলাকার আসাদ মিয়া নামের এক ব্যক্তির মোটরসাইকেলটি গাইটাল এলাকা থেকে চুরি হয়।
এ ব্যাপারে কিশোরগঞ্জ মডেল থানায় অভিযোগ করা হলে পুলিশ শহরে বিভিন্ন স্থানে অভিযান চালায়। পরে সুইপার কলোনির মোড় থেকে মেহেদি হাসান সবুজ নামের এক ব্যক্তি চুরি হওয়া মোটর সাইলকেলটি ১টি সিএনজি করে নিয়ে যাবার সময় তাকে আটক করে।
এসময় অপর সহযোগী ২ জন পাকুন্দিয়ার আজলদি গ্রামের সুলতান উদ্দিন এর পুত্র সোহেল ওরফে গাল কাটা সোহেল ও ময়মনসিংহের মনিপুর ঘাট এলাকার শাহাজ উদ্দিন এর পুত্র হুমায়ুন ওরফে গলাকাটা হুমায়ুন পালিয়ে যায়।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু শামা মো. ইকবাল হায়াত জানান, ১ জনকে কোর্টে সোপর্দ করা হবে এবং পলাতকদের গ্রেপ্তারের চেষ্টা অব্যহত আাছে।
এবিএন/শাফায়েতুল ইসলাম/জসিম/এমসি