বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
ইবি উপাচার্য

‘আরবী বিভাগের গ্রাজুয়েটদেও যোগ্যতার পরিচয় দিতে হবে’

‘আরবী বিভাগের গ্রাজুয়েটদেও যোগ্যতার পরিচয় দিতে হবে’

ইবি, ২৮ এপ্রিল, এবিনিউজ : ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী বলেছেন, ‘আরবী বিভাগের গ্রাজুয়েটদের কর্পোরেট প্রতিষ্ঠানে আরও যোগ্যতার পরিচয় দিতে হবে। পুরুষের পাশাপাশি নারী শিক্ষার্থীদেরও সমান দক্ষতা দেখাতে হবে। কর্মক্ষেত্রসহ জীবনের প্রতিটি ক্ষেত্রে নারীদের এগিয়ে আসতে হবে।’

আজ শনিবার আরবী ভাষা ও সাহিত্য বিভাগের ২৩তম ব্যাচের বিদায় ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

এসময় বিভাগের মরহুম অধ্যাপক ড. মোখলেছুর রহমানের নামে ট্রাস্ট গঠন করে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদানের ব্যবস্থা করার জন্য আরবী বিভাগকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের অন্য বিভাগগুলোকে এ থেকে অনুপ্রেরেণা গ্রহণ করতে হবে।’

আরবী ভাষা ও সাহিত্য বিভাগের সভাপতি অধ্যাপক ড. মাহবুবুর রহমান’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা বলেন, ‘আমাদের পবিত্র কুরআন আরবী ভাষায় লিপিবদ্ধ। পৃথিবীতে অনেক ভাষা আছে কিন্তু জাতিসংঘের যে ছয়টি দাপ্তরিক ভাষা আছে তার মধ্যে আরবী ভাষা অন্যতম।’

তিনি আরও বলেন, ‘আরবী ভাষাভাষী মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আমাদের দেশের মানুষের কর্মসংস্থানের একটি বড় ও ভালো কর্মক্ষেত্র আছে। কিন্তু সেখানে ভাষা একটি গুরুত্বপূর্ণ বিষয়।’

সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. নেছার উদ্দিন আহমদ, অধ্যাপক ড. রুহুল আমীন, অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন, অধ্যাপক ড. মোস্তাক মোহাম্মদ প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন বিভাগীয় অধ্যাপক ড. মাহফুজুর রহমান।

এবিএন/অনি আতিকুর রহমান/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত