![গাইবান্ধা সদর উপজেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/28/rally_abnews_137308.jpg)
গাইবান্ধা, ২৮ এপ্রিল, এবিনিউজ : বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে আজ শনিবার যুবদল কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধা সদর উপজেলা যুবদলের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল শহরের মর্ডান হাই স্কুল মাঠ হতে বের হয়ে শহর প্রদক্ষিণ করে।
পরে এনএইচ মর্ডান হাইস্কুল মাঠে সদর উপজেলা যুবদলের সভাপতি জামিরুল ইসলাম খন্দকারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের সাবেক সাধারন স¤পাদক ও সদর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ওয়াজেদ আলী সরকার, শহর বিএনপির যুগ্ম স¤পাদক আমান উল্লাহ চৌধুরী সাজু, মোছা: শিল্পী বেগম, জেলা ওলামা দলের সাধারণ স¤পাদক জসিম উদ্দিন খান, শহর বিএনপি'র সহ-দপ্তর সম্পাদক খন্দকার ফরিদুল ইসলাম।
আরো বক্তব্য রাখেন জেলা যুবদল নেতা আসাদ-উল ইসলাম মিলন, শহর বিএনপি’র ৭নং ওয়ার্ড সাধারণ স¤পাদক ফরহাদ আলী, মহিলা দল নেত্রী মাধুবী রানী, যুবদল নেতা আব্দুল লতিফ সরকার, জালাল মিয়া প্রমুখ।
বক্তারা মাদার অব ডেমোক্রেসি, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবি জানান।
এবিএন/আরিফ উদ্দিন/জসিম/এমসি