শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • নির্ধারিত সময়ে শেষ হচ্ছেনা আশাশুনির মানিকখালী সেতু

নির্ধারিত সময়ে শেষ হচ্ছেনা আশাশুনির মানিকখালী সেতু

নির্ধারিত সময়ে শেষ হচ্ছেনা আশাশুনির মানিকখালী সেতু

আশাশুনি (সাতক্ষীরা), ২৮ এপ্রিল, এবিনিউজ : আশাশুনির মানিকখালী সেতু নির্মান কাজ এগিয়ে চলেছে। দিনরাত কাজ করা হলেও নির্ধারিত সময়ে শেষ হচ্ছেনা। তবে সেতুটি এখন খোলপেটুয়া নদীর উপর দৃশ্যমান। দেখে জনমনে আশার সঞ্চার হয়েছে।

আশাশুনি সদর থেকে আধা কি.মি. দুরে খোলপেটুয়া নদীর উপর নির্মানাধীন সেতুটির দৈর্ঘ্য ৩০৪.৫১ মিটার। প্রস্থ ১০.২৫ মিটার। এর স্প্যান ৭টি, গার্ডার ৩৫টি। বরাদ্দ প্রায় ৩৭ কোটি টাকা। কার্যাদেশ দেওয়া হয় ১৫/০৫/১৭ তাং। কার্য সমাপ্তিকাল ৩০/০৬/১৮।

ঠিকাদারি প্রতিষ্ঠান জন জেভি। কাজ তদারকি করছেন সড়ক ও জনপদ অধিদপ্তরের উপবিভাগীয় পরিচালক গিয়াস উদ্দীন ও উপসহকারি প্রকৌশলী জিয়াউদ্দীন জিয়া। কাজ শেষ করার আর মাত্র ২ মাস বাকী আছে। কিন্তু কাজ এখনো অর্ধেক হয়নি।

৭টি স্প্যানের মধ্যে ৩টি শেষ হয়েছে, আর একটির কাজ চলছে। ৩৫টি গার্ডারের মধ্যে মাত্র ৫টির কাজ হয়েছে। স্থলভাগের ৪টি এবার্টমেন্টের মধ্যে ২টির কাজ শেষ হয়েছে। তবে এ্যাপ্রোচ সড়কের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে।

ইতিমধ্যে সিংহ ভাগ কাজ শেষ হয়েছে। সংশ্লিষ্টদেও সাথে কথা বলে জানা গেছে, সেতু নির্মান কাজ শেষ হতে এখনো দেড় বছর সময় লাগতে পারে। উল্লেখ্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ভিডিও কন্ফারেন্সের মাধ্যমে সেতুটি উদ্বোধন করেছিলেন।

এবিএন/মুজিবুর রহমান/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত