![ভারতের কাছে হেরে যুব অলিম্পিকের স্বপ্ন শেষ বাংলাদেশের](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/28/juba_137315.jpg)
ঢাকা, ২৮ এপ্রিল, এবিনিউজ : যুব অলিম্পিক হকির এশিয়া অঞ্চলের বাছাইপর্বের সেমি-ফাইনালে ভারতের কাছে হেরে গেল বাংলাদেশের যুবারা। আর এই হারের সাথেই এবছর আর্জেন্টিনার বুয়েনস আইরেসের যুব অলিম্পিকে খেলার আশা হারাল লাল-সবুজরা।
আজ শনিবার থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত ম্যাচটিতে বাংলাদেশের বিপক্ষে ৯-২ এর বড় ব্যবধানে জয় পায় ভারত।
‘এ’ পুলের ম্যাচ গুলোতে ছন্দে থাকা বাংলাদেশ আজ ভারতের সামনে ঘুরে দাড়ানোরই সুযোগ পায়নি। ‘এ’ পুল থেকে চ্যাম্পিয়ন হয়ে হয়ে সেমিতে উঠে বাংলাদেশ। আর ‘বি’ পুলের রানার্সআপ হয়ে সেমিতে আসে ভারত।
তবে এই ম্যাচে তৃতীয় পর্বই কাল হয়ে দাড়ায় বাংলাদেশের জন্য। বাংলাদেশের পক্ষে ২৩ ও ২৯তম মিনিটে দুটি গোল করেন সোহানুর রহমান।
এবিএন/মমিন/জসিম