বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
এমপি হাবিবর রহমান

‘দুর্যোগ মোকাবেলায় সরকার সব সময় প্রস্তুত’

‘দুর্যোগ মোকাবেলায় সরকার সব সময় প্রস্তুত’

ধুনট (বগুড়া), ২৮ এপ্রিল, এবিনিউজ : বগুড়া-৫ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান বলেছেন, যে কোনো দুর্যোগ মোকাবেলা করতে বর্তমান আওয়ামী লীগ সরকার সব সময়ই প্রস্তুত রয়েছে। তাই দূর্যোগ দেখে ভয় পেলে চলবে না। দুর্যোগ মোকাবেলা করতে মনে সাহস রাখতে হবে।

আজ শনিবার বিকেলে বগুড়ার ধুনটের পুখরিয়া গ্রাম থেকে কাজিপুরের ঢেকুরিয়া পর্যন্ত বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ কাজের উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাঙ্গন কবলিত মানুষের ভাগ্যের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। কোটি কোটি টাকা খরচ করে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করে মানুষের বসতভিটা রক্ষা করছেন। তাই উন্নয়নের ধারা অব্যাহত করতে আগামীতে শেখ হাসিনাকে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও ক্ষমতায় আনতে হবে।

ভান্ডারবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধুনট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন, ভান্ডারবাড়ী ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, ধুনট উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুলতান মাহমুদ।

আরো উপস্থিত ছিলেন ধুনট উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইকবাল হোসেন রিপন, ধুনট উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার, সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক সেলিম রেজা রিমান প্রমুখ।

এবিএন/ইমরান হোসেন ইমন/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত