![তারাগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ পালন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/28/somabesh_abnews_24_137319.jpg)
তারাগঞ্জ (রংপুর), ২৮ এপ্রিল, এবিনিউজ : “খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গত ২৩ এপ্রিল পাঁচ দিনব্যাপী জাতীয় পুষ্টি সপ্তাহ চলবে আগামীকাল রবিবার পর্যন্ত।
এরই ধারাবাহিকতায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষ্যে আজ শনিবার রংপুরের তারাগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এক আলোচনা সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। মাতৃস্বাস্থ্য পুষ্টি, শিশু স্বাস্থ্য, ব্রেস্ট ফিডিং ও বয়স্কদের পুষ্টি সর্ম্পকে ওই উঠান বৈঠকে বক্তারা তুলে ধরেন। ভলান্টিয়ার সার্ভিস ওভারসেস(ভিএসও) এর ন্যাশনাল সিটিজেন সার্ভিস (এনসিএস) ৩য় সইকেলের সহযোগিতায় উপজেলার ইকরচালী ইউনিয়নের দোহাজারী গ্রামে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. মোস্তাফা জামান চৌধুরী, ভিএসও এনসিএস প্রজেক্টের (উত্তর) প্রজেক্ট কো-অরডিনেটর নাজিয়া জেবিন, প্রজেক্ট অফিসার জহুরুল ইসলাম মিলন(এমজেএসকেএস), রেনেসা ইয়থ ক্লাবের সভাপতি সাবিহা খাতুন, ৩য় সইকেল এনসিএস টিম লিডার, ভলান্টিয়ারবৃন্দ ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
এবিএন/বিপ্লব হোসেন অপু/জসিম/এনকে