শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • ধুনটে স্টুডেন্টস কমিউনিটি পুলিশিং কমিটির মতবিনিময়

ধুনটে স্টুডেন্টস কমিউনিটি পুলিশিং কমিটির মতবিনিময়

ধুনটে স্টুডেন্টস কমিউনিটি পুলিশিং কমিটির মতবিনিময়

ধুনট (বগুড়া), ২৮ এপ্রিল, এবিনিউজ : বগুড়ার ধুনটে নবনির্বাচিত স্টুডেন্টস কমিউনিটি পুলিশিং কমিটির সাথে উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার বিকেলে ধুনট থানা প্রাঙ্গনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মো. এরফান।

প্রধান অতিথির বক্তব্যে ওসি খান মো. এরফান বলেন, সাম্প্রতিক সময়ে কিশোর অপরাধ প্রবণতা বৃদ্ধি পাচ্ছে।

স্কুল ও কলেজ পড়য়া ছাত্র-ছাত্রীরা মাদক, ইভটিজিং, সন্ত্রাসী কর্মকান্ড এবং জঙ্গিবাদের মতো অপরাধের সাথে জড়িয়ে পড়ছে। তাই ছাত্র-ছাত্রীদের মধ্যে অপরাধ ও অপরাধীদের পরিনতি সম্পর্কে অবহিতকরণসহ প্রতিরোধকল্পে পুলিশের সাথে সার্বক্ষনিক যোগাযোগ ও সেতুবন্ধন তৈরীর জন্যই স্টুডেন্টস কমিউনিটি পুলিশিং কমিটি গঠিত হয়েছে।

এ কমিটি ছাত্র-ছাত্রীদের মাঝে কিশোর অপরাধ প্রতিরোধসহ মাদক, ইভটিজিং, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধসহ সু-নাগরিক হিসেবে গড়ে উঠতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি গোলাম সোবাহানের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা কমিউনিটি পুলিশিং অফিসার এস.আই খোকন কুন্ডু, এসআই আব্দুর রাজ্জাক, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চাঁন, গোসাইবাড়ী ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি জহুরুল ইসলাম, ধুনট মডেল প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক ইমরান হোসেন ইমন।

আরো বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ইমরুল কায়েস ঝিনুক খান, কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য রকি হাসান, স্টুডেন্টস কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আব্দুল করিম, সাধারণ সম্পাদক রোমান ইসলাম, সহ-সভাপতি মারুফ হোসেন, আব্দুল মোমিন, যুগ্ম-সম্পাদক সোহেল রানা, মহিলা বিষয়ক সম্পাদক মিষ্টি আকতার প্রমুখ।

এবিএন/ইমরান হোসেন ইমন/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত