শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • সেনাবাহিনীর তত্ত্বাবধানে সিডিএ’র মেগা প্রকল্পের কাজ শুরু

সেনাবাহিনীর তত্ত্বাবধানে সিডিএ’র মেগা প্রকল্পের কাজ শুরু

সেনাবাহিনীর তত্ত্বাবধানে সিডিএ’র মেগা প্রকল্পের কাজ শুরু

চট্টগ্রাম, ২৮ এপ্রিল, এবিনিউজ : চট্টগ্রামের ১৩টি খালের সঙ্গে সংযুক্ত নালা সংস্কারের কাজ উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)র মেগা প্রকল্পের কাজ। বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের সদস্যদের তত্ত্বাবধানে মেগা প্রকল্পের কাজ শুরু হয়।

আজ শনিবার সকাল সাড়ে ১০টায় ষোলশহর ২ নম্বর গেইটের চশমা খালে পরিচ্ছন্নতা কার্যক্রমের মধ্য দিয়ে এ কাজের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরিচ্ছন্ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম। এসময় বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

আসন্ন বর্ষায় চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতাকে সহনীয় পর্যায়ে রাখতে ৫ হাজার ৬১৬ কোটি টাকার এ বৃহৎ প্রকল্পের ঠিকাদার হিসেবে কাজ করছে স্পেক্ট্রা লিমিটেড এবং করিম গ্রুপ নামে দেশের ২টি ঠিকাদারী প্রতিষ্ঠান।

সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম বলেন, ‘বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের সদস্যদের তত্ত্বাবধানে মেগা প্রকল্পের কাজ শুরু হয়েছে। এ প্রকল্পের অধীনে শুরুতেই নগরের দুই নম্বর গেইট থেকে মুরাদপুর, বহদ্দারহাট থেকে বাসটার্মিনাল ও ষোলশহরের আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা এলাকা থেকে ষোলশহর রেলবিট সংলগ্ন নালাসহ নগরীর ৩০টি ওয়ার্ডের নালা পরিষ্কার করা হবে। বর্ষার আগেই জলাবদ্ধতা সহনীয় পর্যায়ে আনতে নগরীর যে সব এলাকায় জলাবদ্ধতা তুলনামূলকভাবে বেশি হয়, সেসব এলাকায় কাজ চলবে।সেনাবাহিনীর তত্ত্বাবধানে সিডিএ’র মেগা প্রকল্পের কাজ শুরুএসময় সিডিএর বোর্ড সদস্য কেবিএম শাহজাহান, প্রধান প্রকৌশলী জসীম উদ্দিন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী হাসান বিন শামস, প্রকল্প পরিচালক মো. মাইনুদ্দীন, সচিব তাহেরা ফেরদৌস, সেনাবাহিনীর উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংস্কার কাজ তত্ত্বাবধানে আসা সেনাবাহিনী কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিকভাবে ২১টি ওয়ার্ডে ১৩টি খালের সঙ্গে যেসব নালার সংযোগ আছে সেগুলোর আবর্জনা ও মাটি অপসারণ কাজ করা হবে। পর্যায়ক্রমে অন্যান্য ওয়ার্ডেও নালা দিয়ে পানিপ্রবাহ ঠিক রেখে জলাবদ্ধতা কিছুটা সহনীয় পর্যায়ে আনার চেষ্টা করব।

গত বছরের ৯ আগস্ট একনেকে (জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি) অনুমোদন পায় ৫ হাজার ৬১৬ কোটি ৫০ লাখ টাকার প্রকল্পটি। প্রধানমন্ত্রীর বিশেষ আগ্রহে স¤প্রতি ৫০০ কোটি ছাড় করা হয় কাজটি দ্রুত বাস্তবায়নের জন্য। আসন্ন বর্ষার আগেই এ বাজেটে নগরবাসীকে জলাবদ্ধতা দুর্ভোগ থেকে কিছুটা হলেও মুক্তি দিতে নির্দেশনাও রয়েছে সরকারের।

এবিএন/রাজীব সেন প্রিন্স/জসিম/এমসি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত