![দুপচাঁচিয়ায় জাতীয় আইন সহায়তা দিবস পালিত](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/28/rally_abnews_137326.jpg)
দুপচাঁচিয়া (বগুড়া), ২৮ এপ্রিল, এবিনিউজ : ‘উন্নয়ন আর আইনের শাসনে এগিয়ে চলছে দেশ, লিগ্যাল এইডের সুফল পাচ্ছে সারা বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় আইন সহায়তা দিবস উদযাপন উপলক্ষে দুপচাঁচিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে এক শোভাযাত্রা বের হয়।
শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ চত্বরে ইউএনও শাহেদ পারভেজের সভাপতিত্বে ও অফিস সুপার সিরাজুল হক মন্টুর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুল গনি মন্ডল, ভাইস চেয়ারম্যান মোত্তালেব হোসেন মিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান সখিনা বেগম, থানার এসআই আইয়ুব আলী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু আব্দুল্লাহ প্রিন্স।
আরো বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সুজ্জাত আলী, সাংবাদিক এম, সরওয়ার খান, উপজেলা নাগরিক কমিটির সভাপতি আব্দুল বাছেদ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুমার দাস প্রমুখ।
এবিএন/গোলাম মুক্তাদির সবুজ/জসিম/এমসি