![গোদাগাড়ীতে বাল্য বিবাহ বন্ধে শপথ নিলো হাজারও শিক্ষার্থী](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/28/sova_abnews_137327.jpg)
গোদাগাড়ী (রাজশাহী), ২৮ এপ্রিল, এবিনিউজ : রাজশাহীর গোদাগাড়ীতে বাল্যবিবাহকে না বলার প্রত্যয় নিয়েছে উপজেলার হাজারো শিক্ষার্থী। আজ শনিবার বেলা ১১টায় আনোয়ারা ফহিম জিয়াউদ্দীন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও গোদাগাড়ী উচ্চ বিদ্যালয় ও কলেজের ব্যবস্থাপনায় ‘১৮ বছরের বছরের আগে বিয়ে নয়, ২০ বছরের আগে গর্ভ ধারণ নয়’ স্লোগানে মেয়েদের স্বাস্থ্য বিষয়ক সচেতনা সভায় শিক্ষার্থীরা এই প্রত্যয় ব্যক্ত করে।
সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী-১ (গোদাগাড়ী -তানোর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী।
প্রধান অতিথি বলেন, সকল স্তরের মানুষকে নিজ নিজ স্থান থেকে বাল্য বিবাহ প্রতিরোধে কাজ করতে হবে। নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে দেশের সেবা ও সোনার মানুষ হতে হলে বাল্যবিবাহকে দূরে ঠেলে দিয়ে নিজেদেরকে যোগ্য করে তুলতে হবে তবেই আমরা সোনার মানুষ হতে পারব। স্বর্ণ কিশোরী নেটওর্কের কাজ উপজেলার প্রতিটি বিদ্যালয়ে গঠন করতে হবে এবং সুষ্ঠভাবে পরিচালনা করতে হবে।
দেশের মোট জন সংখ্যার ২৬ ভাগ কিশোর কিশোরী। এর অর্ধেক কিশোরী যার সংখ্যা প্রায় দুই কোটি। প্রত্যেক কিশোর কিশোরী ডাক্তার,ইন্ঞ্জিনিয়ার,নেতা হতে চাই কিন্তু পুষ্টির অভাবে হতে পারেনা। তাই সঠিক পুষ্টি নিশ্চিত করতে হবে। মেয়েদের গড় বিয়ের বয়স ১৬ দশমিক ৩ বছর। তারা প্রথম মা হওয়ার অভিজ্ঞতা অর্জন করে ১৭ বছর বয়সে। তাই একটি শিশুর পেটে আরেকটি শিশু জম্ম নেই। এই অবস্থা মা এবং শিশু স্বাস্থ্যেও জন্য চরম ঝুকিপূর্ণ।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিমুল আকতার।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ইসহাক, প্রধান বক্তা গোদাগাড়ী উপজেলা স্বর্ণ কিশোরী ইফাতারা ইরা, বিশেষ বক্তা তানোর উপজেলা স্বর্ণ কিশোরী তাজরিন আক্তার। নাচোল উপজেলার সূর্য কিশোর শহিদুজ্জামান সজিব, তানোর উপজেলার সূর্য কিশোর আল মাহফুজ ও বিভিন্ন ইউনিয়নের সূর্য কিশোর ও স্বর্ণ কিশোরীগণ। বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজন।
এদিকে বেলা ১০টার সময় গোদাগাড়ী উচ্চ বিদ্যালয় ও কলেজে ডিজিটাল ক্যাম্পাস উদ্বোধন করেন এমপি আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী। পরে আইনগত সহায়তা দিবস উপলক্ষে প্রিতি ক্রিকেট মাচে জয়ী মহিষাল বাড়ী মাধ্যমিক বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ট্রফি তুলে দেন প্রধান অতিথি।
এবিএন/শামসুজ্জোহা বাবু/জসিম/এমসি