শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

রোহিতের ব্যাটে মুম্বাইয়ের জয়

রোহিতের ব্যাটে মুম্বাইয়ের জয়

ঢাকা, ২৯ এপ্রিল, এবিনিউজ : দলের প্রথম ৬ ম্যাচেই একাদশে ছিলেন। শনিবার প্রথমবারের মতো মুম্বাই ইন্ডিয়ান্সের একাদশ থেকে বাদ পড়লেন মোস্তাফিজুর রহমান। বাংলাদেশের পেসারকে ছাড়াই অবশ্য জিতেছে মুম্বাই। অধিনায়ক রোহিত শর্মার অপরাজিত ফিফটিতে বর্তমান চ্যাম্পিয়নরা চেন্নাই সুপার কিংসকে ৮ উইকেটে হারিয়েছে।

পুনেতে অ্যাওয়ে ম্যাচে চেন্নাইকে আগে ব্যাটিংয়ে পাঠিয়ে ৫ উইকেটে ১৬৯ রানে বেঁধে দেয় মুম্বাই। তার পর ১৯.২ ওভারে ২ উইকেটে ১৭০ রান করে তারা।

টস হেরে ব্যাট করতে নেমে দলীয় ২৬ রানে শেন ওয়াটসন ফেরেন। সুরেশ রায়না ও অম্বতি রাইড়ুর ৭১ রানের জুটি স্বস্তিতে ফেরায় চেন্নাইকে। রাইড়ু ৩৫ বলে ২ চার ও ৪ ছয়ে ৪৬ রানে আউট হওয়ার পর রায়নাকে নিয়ে দাঁড়িয়ে যান মহেন্দ্র সিং ধোনি। যদিও চেন্নাইয়ের অধিনায়ক লম্বা ইনিংস খেলতে পারেননি। ৪৬ রানের জুটি গড়েন তারা দুজন।

ধোনি ২৬ রানে আউট হলেও রায়নার অপরাজিত ইনিংসে লড়াই করার মতো স্কোর করে চেন্নাই। ৪৭ বলে ৬ চার ও ৪ ছয়ে ৭৫ রানে টিকে ছিলেন তিনি।

মিচেল ম্যাকক্লেনাঘান ও ক্রুনাল পান্ডিয়া দুটি করে উইকেট নেন মুম্বাইয়ের জার্সিতে। মোস্তাফিজের জায়গায় খেলা কাটিং ১ ওভারে ১৪ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন।

লক্ষ্যে নেমে সুরযকুমার যাদব ও এভিন লুইসের ৬৯ রানের জুটি মুম্বাইকে পথে রাখে। যাদব ৪৪ রানে আউট হলে তিন নম্বরে ব্যাট করতে উঠে আসেন রোহিত। লুইসকে নিয়ে ৫৯ রানের জুটি গড়েন অধিনায়ক। লুইসও হাফসেঞ্চুরি না হওয়ার আক্ষেপ নিয়ে ৪৭ রানে মাঠ ছাড়েন।

তার পর আর কোনো উইকেট হারায়নি মুম্বাই। ৩৩ বলে ৬ চার ও ২ ছয়ে ৫৬ রানে অপরাজিত থেকে দলকে জেতান রোহিত। ১৩ রানে খেলছিলেন হার্দিক পান্ডিয়া।

৭ ম্যাচে মাত্র ২ জয় ও ৫ হারে ৪ পয়েন্ট নিয়ে ষষ্ঠ দল মুম্বাই। দ্বিতীয় হারেও সমান ম্যাচে আইপিএলের টেবিলে শীর্ষে আছে ১০ পয়েন্টের মালিক চেন্নাই।

এবিএন/সাদিক/জসিম

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত