বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

নিজ মাঠে রিয়ালের কষ্টের জয়

নিজ মাঠে রিয়ালের কষ্টের জয়

ঢাকা, ২৯ এপ্রিল, এবিনিউজ : প্রথমার্ধে দুই গোলে এগিয়ে থাকা রিয়াল মাদ্রিদকে যেন খুঁজেই পাওয়া গেল না দ্বিতীয়ার্ধে। শুরুর ছন্দহীন লেগানেস উজ্জীবিত ফুটবল খেলে ব্যবধান কমাতে পারল। শেষ পর্যন্ত সান্তিয়াগো বার্নাব্যুতে ২-১ গোলে জয় নিয়েই মাঠ ছাড়ে জিনেদিন জিদানের শিষ্যরা।

শনিবার লেগানেসের বিপক্ষে নিয়মিত একাদশের প্রায় সবাইকে বিশ্রাম দিয়েছিল রিয়াল। গত বুধবার চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে বায়ার্নের বিপক্ষে ম্যাচ থেকে ১০টি পরিবর্তন আনেন জিদান। বড় তারকাদের মধ্যে শুরুর একাদশে ছিলেন শুধু গ্যারেথ বেল ও করিম বেনজেমা।নিজ মাঠে রিয়ালের কষ্টের জয়

বেল-বেনজেমারা জিদানের আস্থার প্রতিদান দিয়েছেন। ঘরের মাঠে ম্যাচের ৮ম মিনিটেই রিয়ালকে এগিয়ে দেন বেল। ৬ গজ দূর থেকে গোলটি করেন ওয়েলসের এ ফরোয়ার্ড।

প্রথমার্ধের শেষ মিনিটে গোল করে রিয়ালের ব্যবধান দ্বিগুণ করেন বোর্হা মায়োরাল। ফলে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্বাগতিকরা।নিজ মাঠে রিয়ালের কষ্টের জয়

দ্বিতীয়ার্ধে অনেকটা ছন্দহীন হয়ে পড়ে রিয়াল। এরই সুযোগে ৬৬ মিনিটে গোল করে ব্যবধান কমান লেগানেসের ব্রাসানাক। সতীর্থ আমরাবাতের ক্রস থেকে পায়ের টোকায় বল জালে জড়িয়ে দেন তিনি। এর পর আর গোলের দেখা পায়নি কোনো দলই। উল্টো ম্যাচের শেষ বাঁশি বাজার আগ মুহূর্তে রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে সরাসরি লাল কার্ড দেখেন লেগানেসের অধিনায়ক গ্যাব্রিয়েল।নিজ মাঠে রিয়ালের কষ্টের জয়

রিয়াল মাদ্রিদের লিগ জয়ের স্বপ্ন শেষ হয়ে গেছে অনেক আগেই। এই জয়ে দ্বিতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে ব্যবধান কমাল তারা। ৩৪ ম্যাচে রিয়ালের ৭১ পয়েন্ট। সমান ম্যাচে অ্যাটলেটিকোর ৭২ পয়েন্ট। ৩৩ ম্যাচে ৮৩ পয়েন্ট নিয়ে সবার ওপরে থাকা বার্সেলোনা শিরোপা প্রায় নিশ্চিত করে ফেলেছে।

এবিএন/সাদিক/জসিম

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত