![পরমাণু নিরস্ত্রীকরণে সহায়তায় প্রস্তুত উত্তর কোরিয়া : পম্পেও](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/29/pompeo_137339.jpg)
ঢাকা, ২৯ এপ্রিল, এবিনিউজ : যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, পিয়ংইয়ং সফরকালে উত্তর কোরীয় নেতা কিম জং উনের সঙ্গে তার ‘ফলপ্রসু আলোচনা হয়েছে’।
তিনি আরও বলেন, কিম পরমাণু নিরস্ত্রীকরণের একটি উপায় বের করতে প্রস্তুত রয়েছেন যা লক্ষ্য অর্জনে আমাদের সহায়ক হবে।
এবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে পম্পেও এসব কথা বলেন।
পম্পেও বলেন, তাদের এ গোপন বৈঠকের ব্যাপারে কিমের অনেক ভাল প্রস্তুতি ছিল। আর এটি ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কিমের মধ্যে অনুষ্ঠেয় ঐতিহাসিক বৈঠকের ব্যাপারে একটি প্রস্তুতিমূলক আলোচনা।
ওয়াশিংটনের এ প্রধান কূটনৈতিক বর্তমানে মধ্যপ্রাচ্য সফরে রয়েছেন। পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম বিদেশ সফর।
এবিএন/সাদিক/জসিম