![পারমাণবিক পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে মার্কিন বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানাবে উ.কোরিয়া](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/29/kim_137342.jpg)
ঢাকা, ২৯ এপ্রিল, এবিনিউজ : উত্তর কোরীয় নেতা তাদের দেশের পারমাণবিক পরীক্ষা কেন্দ্র যে বন্ধ করা হয়েছে সেটা দেখাতে আগামী মাসে মার্কিন বিশেষজ্ঞ ও সাংবাদিকদের আমন্ত্রণ জানানোর প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।
রবিবার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের দপ্তর এ কথা জানিয়েছে।
সিউলের প্রেসিডেন্টের মুখপাত্র ইয়োন ইউং-চান জানান, কিম বলেছেন যে তিনি মে মাসে পারমাণবিক পরীক্ষা কেন্দ্র বন্ধ করে দেবেন। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে স্বচ্ছতার সঙ্গে প্রক্রিয়াটি দেখাতে তিনি শিগগিরই দক্ষিণ কোরিয়া ও মার্কিন বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানাবেন।
ওই মুখপাত্র জানান, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইনের সঙ্গে শুক্রবারের ঐতিহাসিক সম্মেলন চলাকালে কিম এমন কথা বলেন।
এবিএন/সাদিক/জসিম