![রাতে কলকাতার মুখোমুখি বেঙালুরু](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/29/ipl.abnews24_137345.jpg)
ঢাকা, ২৯ এপ্রিল, এবিনিউজ : আইপিএলে দ্বিতীয় সর্বোচ্চ তিনবারের ফাইনালিস্ট দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙালুরু। তবে এবারের আসরটি দুঃস্বপ্নের মতই যাচ্ছে অধিনায়ক বিরাট কোহলি ও তার দলের জন্য। পয়েন্ট টেবিলে আট দলের মধ্যে তাদের অবস্থান সপ্তম। কোয়ালিফায়ারের আশা বাঁচিয়ে রাখতে সামনের ম্যাচগুলোতে দলটির ভুল করার সুযোগ নেই। রোববার পয়েন্ট তালিকায় চতুর্থ দল কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে বেঙালুরু। ঘরের মাঠ এম. চিন্নাস্বামি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।
এবারের আসরে বেঙালুরুর বোলিং আক্রমণ ছিল একেবারে অকার্যকর। দুইবার তাদের প্রতিপক্ষ তাদের সামনে ২০০ রানের বেশি লক্ষ্য রেখেছে। ম্যাচগুলো হেরেছিলেন কোহলিরা। সর্বশেষ ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ২০৫ রান করেছিল বেঙালুরু। বোলিং ব্যর্থতায় সে ম্যাচটিও হেরেছিল তারা।
এখন পর্যন্ত ঘরের মাঠে চারটি ম্যাচ খেলে তিনটিতেই হেরেছে বেঙালুরু। এই তিনটি ম্যাচেই দুইশ ছাড়ানো স্কোর দেখেছে আইপিএল।
আইপিএলে জয় দিয়ে শুরু করেছিল কলকাতা, এই বেঙালুরুর বিপক্ষেই। তবে মাঝখানে খেই হারিয়ে ফেলেছিল। পরবর্তীতে দুইটি জয়ও তুলে নিয়েছিল দলটি। তবে শেষ দু'ম্যাচে টানা হেরেছেন দিনেশ কার্তিকরা। সর্বশেষ ম্যাচে দিল্লি ডেয়ারডেভিলস তাদের বিপক্ষে এবারের আইপিএলের সর্বোচ্চ স্কোর দাড় করায়। ম্যাচটি ৫৫ রানে হেরেছিল কলকাতা।
৭ ম্যাচে ৩ জয়। ৬ পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ স্থানে আছে কলকাতা। আজ রবিবারের ম্যাচে জয় তাদের অবস্থান আরও পাকাপোক্ত করবে। আর ৬ ম্যাচে মাত্র ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে বেঙালুরু। কোয়ালিফায়ারের আশা বাঁচাতে জয় প্রয়োজন তাদেরও।
এবিএন/শংকর রায়/জসিম/পিংকি