বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • খেলাধুলা
  • ফাব্রেগাসের গোলে সোয়ানসি সিটির বিপক্ষে চেলসির জয়

ফাব্রেগাসের গোলে সোয়ানসি সিটির বিপক্ষে চেলসির জয়

ফাব্রেগাসের গোলে সোয়ানসি সিটির বিপক্ষে চেলসির জয়

ঢাকা, ২৯ এপ্রিল, এবিনিউজ : প্রিমিয়ার লিগে সেস ফাব্রেগাসের একমাত্র গোলে সোয়ানসি সিটিকে হারিয়েছে চেলসি। এ জয়ে প্রিমিয়ার লিগের সেরা চারে থেকে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলার আশাও বাঁচিয়ে রেখেছে অ্যান্তোনিও কন্তের দল।

প্রতিপক্ষের মাঠে শনিবার রাতে ম্যাচের চতুর্থ মিনিটে পাওয়া প্রথম সুযোগটি কাজে লাগিয়ে এগিয়ে যায় চেলসি। অ্যান্ডি কিংয়ের ভুলে বল পেয়ে এডেন হ্যাজার্ড বাড়ান ফাব্রেগাসকে। স্পেনের এই মিডফিল্ডারের বাঁকানো শট ঠিকানা খুঁজে পায়। এতে প্রিমিয়ার লিগে গোলের হাফসেঞ্চুরি হয়ে গেল ফাব্রেগাসের।

২১তম মিনিটে মাওসনের বিপদমুক্ত করার চেষ্টা ক্রসবারে লেগে ফিরলে আত্মঘাতী গোলের হাত থেকে বেঁচে যায় সোয়ানসি।ফাব্রেগাসের গোলে সোয়ানসি সিটির বিপক্ষে চেলসির জয়

দ্বিতীয়ার্ধেও বলের নিয়ন্ত্রণে সোয়ানসির ওপর আধিপত্য করতে পারেনি চেলসি। বল পজিশনে প্রায় সমানে সমান থাকা স্বাগতিকরা ৭৮তম মিনিটে সমতায় ফেরার দারুণ সুযোগ পায়। কিন্তু ঘানার ফরোয়ার্ড আন্দ্রে আইয়ুর চেষ্টা অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলে হতাশ হতে হয় সোয়ানসি সমর্থকদের। শেষ পর্যন্ত লিগে ১৮তম হার নিয়ে মাঠ ছাড়তে হয়ে তাদের।

শনিবার স্টোক সিটির সঙ্গে গোলশূন্য ড্র করা লিভারপুল ৭২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে। ৩৫ ম্যাচে ২০ জয় ও ছয় ড্রয়ে ৬৬ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে চেলসি।

এবিএন/সাদিক/জসিম

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত