বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

বিশ্বকাপের আগে সরফরাজের হুঙ্কার

বিশ্বকাপের আগে সরফরাজের হুঙ্কার

ঢাকা, ২৯ এপ্রিল, এবিনিউজ : বরাবরই ক্রিকেটে আনপ্রেডিক্টেবল টিম পাকিস্তান। কখনো ফেভারিট পাকিস্তান পুচকে টিমের সাথে হেরে বিশ্ব আসর থেকে বিদায় নেয় আবার কখনো আন্ডারডগ পাকিস্তান শিরোপা নিয়ে উৎসব করে। ২০১৭ সালের চ্যাম্পিয়ন ট্রফির কথা বিবেচনা করা যাক। সয়ং পাকিস্তানিরাও ভাবেনি এই দলটা চ্যাম্পিয়ন হতে পারবে। অথচ সেমিফাইনাল ফাইনালে সরফরাজদের কাছে পাত্তাই পায়নি প্রতিপক্ষেরা। ১৯৯২ সালের বিশ্বকাপেও আন্ডারডগ পাকিস্তান চ্যাম্পিয়ন হয়।

আসন্ন ২০১৯ বিশ্বকাপেও ফেভারিটের তালিকায় নেই পাকিস্তান। তবে আসছে বিশ্বকাপ ঘিরে পাকিস্তানিদের মাঝে অন্যরকম উত্তেজনা কাজ করছে। ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য এই বিশ্বকাপ হবে ১৯৯২ সালের ফরম্যাটে। পাকিস্তানের প্রেরণা ১৯৯২ এর বিশ্বকাপ। কারণ সেই বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে দলটি। সেটাও একটা ইতিহাস।

বিশ্বকাপ ক্রিকেটের দ্বাদশ আসরকে সামনে রেখে পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ মনে করেন তার দল ভালো কিছু উপহার দিতে পারবে। আমির, সাদাব খান, হাসান আলী, ফখর জামান, বাবরদের নিয়ে বাজিমাতের অপেক্ষায় সরফরাজ।

এক সাক্ষাৎকারে সরফরাজ বলেন,‘বিশ্বকাপে প্রত্যেকটা খেলাই গুরুত্বপূর্ণ। আমাদের প্রথম খেলা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। হাতে যথেষ্ট সময় রয়েছে নিজেদের সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার।’

তিনি আরও বলেন,‘ পাকিস্তান সবসময় বিশ্ব আসরে আন্ডারডগ হিসেবে যায়। কিন্তু এখন পরিবর্তন এসেছে। মানুষ বিশ্বাস করতে শুরু করেছে আমরা চ্যাম্পিয়ন হতে পারি। আর চ্যাম্পিয়ন হওয়ার জন্যই আমরা বিশ্বকাপ খেলতে যাবো। বিশ্বকাপ হচ্ছে এমন এক ইভেন্ট যেখানে বিশ্ব আপনাকে দেখবে। বিশ্বকাপ বরাবরই সুপারস্টারের জন্ম দেয়।’

সরফরাজ এসময় কিংবদন্তি ইমরান খানকে নিয়ে বলেন,‘১৯৯২ সালে ইমরান খান পাকিস্তান দলটাকে বিশ্বাস করাতে শিখিয়েছেন আমরা চ্যাম্পিয়ন হতে পারি। আর এই বিশ্বাসের জোড়েই চ্যাম্পিয়ন পাকিস্তান। আমাদের তাকে অনুসরন করা উচিত।’

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত