![ধর্ষকদের লঘু শাস্তি দেওয়ায় উত্তাল স্পেন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/29/spain-rape-panisment_137352.jpg)
ঢাকা, ২৯ এপ্রিল, এবিনিউজ : স্পেনে ৫ ব্যক্তিকে ধর্ষণের অভিযোগ থেকে মুক্তি দেওয়ার প্রতিবাদে উত্তাল হয়েছে উঠেছে দেশ।
শনিবার এ রায়ের প্রতিবাদে দেশটির পাম্পলোনায় হাজার হাজার লোক রাস্তায় নেমে বিক্ষোভ করেছে। এ নিয়ে টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ করল তারা।
আদালত ওই ৫ ব্যক্তিকে, যারা নিজেদেরকে উলফ প্যাক নামের গ্রুপের সদস্য বলে দাবি করে, যৌন হয়রানির অভিযোগে দোষী সাব্যস্ত করে। এ জন্য তাদের প্রত্যেককে নয় বছর করে কারাদণ্ড দেন। তবে তাদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হয়নি বলে রায় দেন আদালত।
আন্দোলনকারীদের অভিযোগ, আদালত আসামিদের প্রতি একটু বেশিই ‘দয়ালু’ হয়ে রায় দিয়েছেন। গত বৃহস্পতিবারের এ রায় স্পেনব্যাপী জাতীয় বিক্ষোভের জন্ম দেয়। প্রতিবাদমুখর হয়ে উঠে রাজধানী মাদ্রিদ, বার্সেলোনা, ভ্যালেন্সিয়ার মতো গুরুত্বপূর্ণ শহরগুলোও।
নির্যাতনের শিকার ওই তরুণীর বয়স ১৮ বছর। গত ষাঁড়দৌড় উৎসবের সময় পাম্পলোনায় ধর্ষণের শিকার হয় বলে দাবি করে সে।
তার ধর্ষণের ঘটনা প্রকাশ পাওয়ার পর স্পেনজুড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে হ্যাশট্যাগ ‘কুয়েনতালো’ বা ‘এটি বল’ আন্দোলনে যৌন নিগ্রহের শিকার অনেকেই তাদের অভিজ্ঞতা তুলে ধরে।
খবর বিবিসি
এবিএন/সাদিক/জসিম