![‘সে তার ঢাল নামিয়ে রেখেছে আর ডানা মেলে দিয়েছে’](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/29/alfi_137353.jpg)
ঢাকা, ২৯ এপ্রিল, এবিনিউজ : আলফি ইভান্স নামের ২৩ মাস বয়সী যে শিশুর চিকিৎসা নিয়ে যুক্তরাজ্যের একটি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আইনি লড়াই করছিলেন তার বাবা-মা, সেই শিশুটি মারা গেছে।
তার লাইফ সাপোর্ট বা কৃত্রিম শ্বাসযন্ত্র খুলে ফেলার ৫ দিন পরে শিশুটি মারা গেল।
তার বাবা টম ইভান্স ফেসবুকে লিখেছেন : ‘আমার গ্ল্যাডিয়েটর তার ঢাল নামিয়ে রেখেছে আর ডানা মেলে দিয়েছে.... সত্যিই হৃদয় ভেঙে যাচ্ছে।’
মস্তিষ্কের জটিল রোগে আক্রান্ত শিশুটির চিকিৎসা নিয়ে তার বাবা-মায়ের ৪ মাস ধরে চলা আইনি লড়াই আন্তর্জাতিক মনোযোগ কেড়েছিল।
এমনকি পোপ ফ্রান্সিস শিশুটির চিকিৎসা নিয়ে ব্যক্তিগতভাবে আগ্রহ দেখিয়েছিলেন।
২০১৬ সালের মে মাসে জন্মের পরপরই অসুস্থ হয়ে পড়ে আলফি ইভান্স। কোষের বিরল রোগে আক্রান্ত হয়ে তখনি সে কোমায় চলে যায়।
তখন তাকে অ্যালডার হে চিলড্রেন্স হাসপাতালে ভর্তি করে কৃত্রিম শ্বাসযন্ত্র লাগিয়ে রাখা হয়। এরপর থেকে সে সেখানেই ভর্তি ছিল।
আলফির চিকিৎসকরা বলেছেন, তাকে আর লাইফ সাপোর্টে রেখে আর সুস্থ কোন সম্ভাবনা নেই। তাই তারা সাপোর্ট খুলে নেয়ার সিদ্ধান্ত নিলে তার বিরুদ্ধে আদালতে যান শিশুটির বাবা-মা।
তাদের অভিযোগ, হাসপাতালে শিশুটির ভুল চিকিৎসা হয়েছে এবং তাকে সেখানে বন্দি করে রাখা হয়েছে।
তারা চেয়েছিলেন, শিশুটিকে ইটালির একটি হাসপাতালে নিয়ে চিকিৎসা করাতে। সেই অনুমতি দেয়ার জন্য পোপ ফ্রান্সিসও আহবান জানিয়েছিলেন।
এমনকি সোমবার শিশুটিকে ইটালির নাগরিকত্ব দিয়ে ইটালির সরকার আশা প্রকাশ করে, যেন তাকে সত্বর দেশটিতে নিয়ে আসা হয়।
কিন্তু যুক্তরাজ্যের চিকিৎসকদের কাগজপত্র দেখে লাইফ সাপোর্ট খুলে নেয়ার পক্ষেই রায় দেন বিচারক।
অ্যালডার হে চিলড্রেন্স হসপিটালের চিকিৎসকরা বলেছেন, শিশুটির মস্তিষ্কের কোষ মরে যাচ্ছে, এবং তাকে আরও চিকিৎসা করা শিশুটির জন্য নিষ্ঠুর ও অমানবিক হবে।
আদালতের রায়ের বিরুদ্ধে যুক্তরাজ্যের কোর্ট অব আপিল এবং ইউরোপিয়ান কোর্ট অফ হিউম্যান রাইটসেও যান আলফির বাবা টম ইভান্স আর মা কেট জেমস।
তাদের এই আইনি লড়াই শুধু যুক্তরাজ্যে নয়, বিশ্বের সংবাদ মাধ্যমের শিরোনাম হয়েছে।
কিন্তু ভবিষ্যৎ চিকিৎসায় শিশুটির কোনো উপকার হবে না, চিকিৎসকদের এরকম রিপোর্ট দেখার পর আদালতে আলফির বাবা-মায়ের আবেদন নাকচ করে দেন। কোর্ট অব আপিলও সেই সিদ্ধান্ত বহাল রাখেন আর ইউরোপিয়ান আদালত এ বিষয়ে হস্তক্ষেপ করতে অস্বীকৃতি জানায়।
এর পর সোমবার তার কৃত্রিম শ্বাসযন্ত্র খুলে ফেলেন হাসপাতালের চিকিৎসকরা। কয়েকদিন লড়াইয়ের পর শনিবার স্থানীয় সময় আড়াইটায় মারা যায় শিশুটি।
আলফির বাবা-মায়ের সমর্থনে যে ‘আলফি আর্মি’ নামে শিশুটির সমর্থক গোষ্ঠী গড়ে উঠেছিল, তারা শিশুটির স্মরণে স্থানীয় একটি পার্কে কয়েকশ বেলুন উড়িয়েছে।
খবর বিবিসি
এবিএন/সাদিক/জসিম