বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
মাদক, সন্ত্রাস, দুর্নীতি ও নদী খালের পানি প্রবাহ বৃদ্ধির দাবিতে

পিরোজপুরে গণপদ যাত্রার উদ্বোধন

পিরোজপুরে গণপদ যাত্রার উদ্বোধন

পিরোজপুর, ২৯ এপ্রিল, এবিনিউজ: সমাজ কল্যান মন্ত্রী রাশেদ খান মেনন এমপি, তরুন সমাজকে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের মত মরণ ব্যাধি থেকে ফিরিয়ে এনে তাদেরকে আলোর পথের দিশারি বানানোর জন্য আহবান জানিয়েছেন স্থানীয় অভিভাবক, সচেতন নাগরিক ও শিক্ষিত সমাজের প্রতি।

মন্ত্রী গতকাল শনিবার বিকালে পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলায় উপজেলা ওয়ার্কাস পার্টি আয়োজিত এক পথ সভায় মাদক, সন্ত্রাস, দুর্নীতি ও নদী খালের পানি প্রবাহ বৃদ্ধির দাবিতে ২৮ এপ্রিল থেকে ৩০ মে পর্যন্ত এক গণপদ যাত্রা শুরুর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ভান্ডারিয় উপজেলা ওয়ার্কাস পার্টির সভাপতি খান মোহাম্মাদ রুস্তুম আলীর সভাপতিত্বে এসময় দলের নেতা কর্মী ও বিভিন্ন স্তরের লোকজন উপস্থিত ছিলেন।

এবিএন/সৈয়দ বশির আহম্মেদ/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত