![বিকালে রাজস্থানের বিপক্ষে মাঠে নামবে হায়দ্রাবাদ](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/29/ipl-1.abnews24_137360.jpg)
ঢাকা, ২৯ এপ্রিল, এবিনিউজ : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে(আইপিএল) আজ রবিবার বিকালে দিনের প্রথম ম্যাচে রাজস্থান রয়্যালসের বিপক্ষে মাঠে নামবে সাকিবের সানরাইজার্স হায়দ্রাবাদ। রাজস্থানের ঘরের মাঠ জয়পুরে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে চারটায়।
আইপিএলের চলতি আসরে হায়দ্রাবাদের অবস্থান বেশ ভালো। টানা দুই লো স্কোরিং ম্যাচে সাকিব-রশিদের দারুণ বোলিংয়ে জয় পেয়েছে অরেঞ্জ আর্মিরা। শেষ ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ১৩৩ রান করেও জয় পায় তারা। রশিদরা সেই ম্যাচে মাত্র ১১৯ রানেই থামিয়ে দেয় গেইলদের। সেই ম্যাচে আইপিএলের ৫০তম উইকেটের মাইলফলকও স্পর্শ করেছেন সাকিব আল হাসান।
চলতি আসরে এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলে ৫ জয়ে ১০ পয়েন্ট পেবিলের দ্বিতীয় স্থানে আছে হায়দ্রাবাদ। আর ৬ ম্যাচ খেলে, সমান ৩টি করে জয় ও হার নিয়ে রাজস্থানের অবস্থান ৫ নম্বরে।
এবিএন/শংকর রায়/জসিম/পিংকি