![কালিগঞ্জে প্রতিবন্ধীদের র্যালী ও আলোচনা সভা](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/29/shatkhira_abnews24 copy_137362.jpg)
কালিগঞ্জ, ২৯ এপ্রিল, এবিনিউজ: সাতক্ষীরা জেলার কালিগঞ্জে গ্লোবাল এ্যাকশন উইক ফর এ্যাডুকেশন ২০১৮ পালন উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বেলা ১১ টায় আমরা চাই প্রতিবন্ধী সহ সকলেই স্কুলে আসুক, আসুন আমরা প্রতিবন্ধিদের স্বাগত জানাই এই প্রতিপাদ্যকে সামনে রেখে সদর সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্তর থেকে র্যালীটি বাহির হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
বে-সরকারী উন্নয়ন সংস্থা ডি আর আর এর আয়োজনে স্কুল চত্তরে আলোচনা সভায় প্রকল্প ম্যানেজার প্রতাপ কুমার পালের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আল আমিন, বিশেষ অতিথি ছিলেন ডি আর আর এর জেলা প্রতিনিধি আনজির হোসেন, প্রকল্প ম্যানেজার মাহবুবর রহমান। লিলিয়ানা ফ্রন্টস্ এর আর্থিক সহযোগীতায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডি আর আর এর প্রতিনিধি নজিফা পারভীন, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, এনজিও প্রতিনিধি, সুধি ও সাংবাদিকবৃন্দ।
এবিএন/মোঃ রফিকুল ইসলাম/জসিম/নির্ঝর