বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • কালিগঞ্জে ইউপি চেয়ারম্যানের হস্তক্ষেপে বাল্য বিবাহ বন্ধ

কালিগঞ্জে ইউপি চেয়ারম্যানের হস্তক্ষেপে বাল্য বিবাহ বন্ধ

কালিগঞ্জে ইউপি চেয়ারম্যানের হস্তক্ষেপে বাল্য বিবাহ বন্ধ

কালিগঞ্জ, ২৯ এপ্রিল, এবিনিউজ: সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মৌতলা ইউপি চেয়ারম্যান সাঈদ মেহেদীর হস্তক্ষেপে একটি বাল্য বিবাহ বন্ধ হয়েছে। ঘটনাটি ঘটেছে মৌতলা ইউনিয়নের নরহরকাটি গ্রামে। মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ের ১০ শ্রেনীর ছাত্রী এর সহিত উপজেলার রতনপুর ইউনিয়নের বন্দিপুর গ্রামের মোস্তাফিজুর রহমানের সাথে বিয়ের দিন তারিখ ঠিক হয়।

নাবালিকা শিশুর বিয়ের খবরটি মৌতলা ইউপি চেয়ারম্যান স্বর্ণকিশোরী ক্লাবের নেতৃবৃন্দের মাধ্যমে জানতে পারেন। পরবর্তীতে গতকাল ১২ টার দিকে উভয় পক্ষের অভিভাবকদের ইউনিয়ন পরিষদের ডাকিয়ে আনেন। বাল্য বিবাহের দিন তারিখ ঠিক হয়েছে এবং বিয়ের দিন তারিখ ঠিক হওয়ায় উভয় পক্ষের মধ্যে পান পত্রের মাধ্যমে উপহার সমগ্রী আদান প্রদানের বিষয়টি উভয় পক্ষ শিকার করেন।

চেয়ারম্যান বাল্য বিবাহের বিভিন্ন ক্ষতিকার দিক উভিভাবকদের বুঝিয়ে বলেন। তিনি বলেন নারী শিক্ষার অগ্রগতি ব্যাহত হওয়া ছাড়াও বাল্য বিবাহ হওয়ার কারণে মাতৃমৃত্যুর ঝুকি বৃদ্ধি পাচ্ছে। মা হতে গিয়ে প্রতি ২০ মিনিটে একজন মা মারা যাচ্ছেন। অন্যদিকে প্রতি ঘন্টায় মারা যাচ্ছে একজন নবজাতক। নবজাতক বেঁচে থাকলেও অনেক সময় তাকে নানা শারিরিক ও মানুষিক জটিলতার মুখোমুখি হতে হচ্ছে।

অপ্রাপ্ত বয়স্ক মা প্রতিবন্ধি শিশু জন্মদান করতে পারেন। তা ছাড়া এতে গর্ভপাতের ঝুকিও বৃদ্ধি পায়। বাল্য বিবাহের ফলে বিবাহ বিচ্ছেদের আশংকা তৈরি হওয়া ছাড়াও নানা পারিবারিক অশান্তি দেখা দেয়। অনেক বুঝানোর পরে অভিভাবকরা বাল্য বিবাহের ক্ষতিকর দিক বুঝতে পারেন এবং উভয় পক্ষের অভিভাবক বাল্য বিবাহ দেবেনা মর্মে ইউনিয়ন পরিষদে স্বেচ্ছায় মুচলেকা দিয়ে যায়।

উভয় পক্ষ তাদের ভিতরে আদান প্রদান কৃত উপহার সামগ্রী চেয়ারম্যানের উপস্থিতিতে ফেরৎ দেন। মেয়ের অভিভাবকরা মেয়েকে বাল্য বিবাহ দিবেনা এবং তার লেখা পড়া চালিয়ে যাবে মর্মে অঙ্গীকার করেন।

এবিএন/মোঃ রফিকুল ইসলাম/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত