
ফুলবাড়ী (দিনাজপুর), ২৯ এপ্রিল, এবিনিউজ: দিনাজপুর পুলিশ ট্রেনিং সেন্টার, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার দিনাজপুরে গত ২২ এপ্রিল ২০১৮ থেকে শুরু হওয়া ৭দিন ব্যাপি ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম (সিডিএমএস) কোর্স এর উদ্ভোধন করেন প্রধান অতিথি হিসেবে দিনাজপুরের পুলিশ সুপার মোঃ হামিদুল আলম (বিপিএম)। সিডিএমএস বিষয়ে ট্রেনিং-এ ৩২ জন এসআই ও এএসআই অংশগ্রহণ করে।
গত ২২ এপ্রিল দিনাজপুর ক্রাইম ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণ গতকাল শেষ হয়। প্রশিক্ষণ ব্যাচের শ্রেষ্ঠ হওয়ায় দিনাজপুরে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান ফুলবাড়ী থানার এএসআই মোঃ নুরুজ্জামান এর হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন। আয়োজনে ছিলেন ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার দিনাজপুর।
এবিএন/মোঃ আফজাল হোসেন/জসিম/নির্ঝর