বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

আগামী মাসেই পারমাণবিক পরীক্ষা কেন্দ্র বন্ধ করবে উত্তর কোরিয়া

আগামী মাসেই পারমাণবিক পরীক্ষা কেন্দ্র বন্ধ করবে উত্তর কোরিয়া

ঢাকা, ২৯ এপ্রিল, এবিনিউজ : আগামী মাসেই উত্তর কোরিয়া তাদের পরমাণু অস্ত্র পরীক্ষা কেন্দ্র বন্ধ করবে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া। সেই সঙ্গে এ বিষয়ে দক্ষিণ কোরিয়া ও মার্কিন বিশেষজ্ঞদের পরামর্শও নেবে পিয়ংইয়ং।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের অফিসের বরাত দিয়ে দেশটির গণমাধ্যমে এ কথা বলা হয়েছে। খবর বিবিসির।

খবরে বলা হয়েছে, উত্তর কোরিয়া তার পুয়েংগ্রি পরমাণু অস্ত্র পরীক্ষা কেন্দ্র আগামী মাসেই বন্ধ করবে। আর সেটা করা হবে জনসম্মুখেই। সেইসঙ্গে এ বিষয়ে দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হবে।

এর আগে শুক্রবার উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইনের মধ্যে ঐতিহাসিক বৈঠক অনুষ্ঠিত হয়। এক দশকের বেশি সময় পর অনুষ্ঠিত ওই বৈঠকে উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র পরীক্ষা কেন্দ্র বন্ধের ব্যাপারে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন এক মুখপাত্র।

ইওন ইয়ং-চান নামের ওই মুখপাত্র জানান, শুক্রবারের বৈঠকে কিম বলেছেন, মে মাসে পরমাণু অস্ত্র পরীক্ষা কেন্দ্র বন্ধে তিনি উদ্যোগ নেবেন।

ইয়ং-চান আরও জানান, প্রক্রিয়াটি (পরীক্ষা কেন্দ্র বন্ধ) যাতে বিশ্ব সম্প্রদায়ের সামনে স্বচ্ছতার সাথে হয় সে জন্য দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশের বিশেষজ্ঞদের আহ্বান জানানোর কথাও বলেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন।

এদিকে শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আগামী ৩-৪ সপ্তাহের মধ্যে কিম জং উনের সঙ্গে তার বৈঠক অনুষ্ঠিত হবে। তবে নির্দিষ্ট কোনো দিন-ক্ষণ উল্লেখ করেননি ট্রাম্প।

উত্তর কোরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের পার্বত্য এলাকায় পুয়েংগ্রি পরমাণু অস্ত্র পরীক্ষা কেন্দ্রটি অবস্থিত। এটিই দেশটির প্রধান পারমাণবিক স্থাপনা বলে মনে করা হয়। ২০০৬ সাল থেকে এখানে ৬টি পরমাণু অস্ত্রের পরীক্ষা চালানো হয়েছে। তবে গত বছরের সেপ্টেম্বর মাসে এখানে কয়েক দফা বিস্ফোরণ হয়। এতে ওই এলাকার কিছু অংশ দেবে গেছে বলে মনে করেন ভূতাত্ত্বিকরা।

এবিএন/সাদিক/জসিম

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত