বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • টাঙ্গাইলে চার দফা দাবিতে ম্যাটস্ শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

টাঙ্গাইলে চার দফা দাবিতে ম্যাটস্ শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

টাঙ্গাইলে চার দফা দাবিতে ম্যাটস্ শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

টাঙ্গাইল, ২৯ এপ্রিল, এবিনিউজ: টাঙ্গাইলে চার দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন জেলা শাখা। আজ রোববার সকালে টাঙ্গাইল প্রেস ক্লাবের বঙ্গবন্ধু অডিটোরিয়ামে জেলা ম্যাটস্ ছাত্র সংসদের উদ্যোগে সংবাদ সম্মেলন করে।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এ্যাসোসিয়েশন জেলা শাখার সভাপতি ডা. আশরাফুজ্জামান, সাধারণ সম্পাদক ডা. আমিনুল ইসলাম, সহ-সভাপতি ডা. সেলিম সিদ্দিকী, অর্থ সম্পাদক ডা. কামরুজ্জামান , সাবেক সভাপতি ডা. ছাইদুজ্জামান তালুকদার, জেলা ম্যাটস্ ছাত্র সংসদের আহ্বায়ক শুভ কুমার বিশ্বাস।

সংবাদ সম্মেলনে বক্তারা, ২০০৯ সালের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক অনতিবিলম্বে মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে বোড গঠন করা, বঙ্গবন্ধুর পঞ্চম বার্ষিকী পরিকল্পনা (১৯৭৩-৭৮) মোতাবেক শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার অধিকার নিশ্চিত করা, কমিউিনিটি ক্লিনিকে সরকারিভাবে ১০ম গ্রেডে নিয়োগ ও বেসরকারি ক্লিনিক/হাসপাতালে ম্যাসট্ থেকে পাশকৃত ডিপ্লোমা চিকিৎসকদের পদ সৃষ্টি ও বাস্তবায়ন করা ও ইন্টার্ণ ভাতা প্রদান করার দাবি জানান।

এবিএন/ তারেক আহমেদ/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত