শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় সেনবাগের যুবক নিহত

আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় সেনবাগের যুবক নিহত

সেনবাগ (নোয়াখালী), ২৯ এপ্রিল, এবিনিউজ: সংযুক্ত আরব আমিরাত (আবুধাবিতে) সড়ক দুর্ঘটনায় মাহমুদুর রহমান মেহেরাজ (২৯) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে।

গতকাল শনিবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহমুদুর রহমান মেহেরাজ নোয়াখালীর সেনবাগ উপজেলার বীজবাগ ইউনিয়নের বীর নারায়ণপুর গ্রামের নজু পাটোয়ারী বাড়ীর রুহুল আমিন ছেলে। তিনি সেনবাগ উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান মামুনের ছোট ভাই। পাঁচ ভাই ও তিন বোনের মধ্যে মেহরাজ চতুর্থ।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, জীবিকার সন্ধানে ২০১২ সালে কেএফসি কোম্পানিতে চাকরি নিয়ে সংযুক্ত আরব আমিরাতে যান মেহেরাজ। গত বছরের অক্টোবরে দেশে এসে বিবাহ বন্ধনে আবদ্ব হন। গত মার্চ মাসে পুনঃরায় দেশে এসে স্ত্রীকে নিয়ে ফিরে যান নিজ কর্মস্থলে। প্রতিদিনের ন্যায় শনিবার সন্ধ্যায় কাজ শেষে নিজে গাড়ি চালিয়ে বাসায় যাচ্ছিলেন মেহরাজ। পথে গাড়ীটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে গুরুত্বর আহত হয় মেহরাজ।

পরে ঘটনাস্থল থেকে পুলিশ তাকে উদ্বার করে হেলিকাপ্টার যোগে দুবাই আল রাশেদ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের লাশ বর্তমানে দুবাই পুলিশ হেডকোয়াটারে রয়েছে। লাশ দ্রুত দেশে আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে পারিবারিক সুত্রে জানা গেছে।

এবিএন/ ফিরোজ আলম ভূঞা রিগান/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত