বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • জয়পুরহাটে ৪ দফা দাবিতে ম্যাটস্ শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

জয়পুরহাটে ৪ দফা দাবিতে ম্যাটস্ শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

জয়পুরহাটে ৪ দফা দাবিতে ম্যাটস্ শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

জয়পুরহাট, ২৯ এপ্রিল, এবিনিউজ: ২০০৯ সালের স্বাস্থ্য মন্ত্রালয়ের সিদ্ধান্ত মোতাবেক ‘মেডিক্যাল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ’ নামে বোর্ড গঠন, বঙ্গবন্ধুর পঞ্চবার্ষিকী পরিকল্পনা মোতাবেক ম্যাটস্ শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার অধিকার নিশ্চিত করা, কমিউনিটি ক্লিনিকে সরকারী ভাবে ১০ম গ্রেডে নিয়োগ, ইন্টার্ন ভাতা প্রদান সহ চার দফা দাবি আদায়ের লক্ষ্যে জয়পুরহাটে সংবাদ সম্মেলন করেছে বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিক্যাল ষ্টুডেন্ট’স এসোসিয়েশন জয়পুরহাট জেলা শাখা।

আজ রবিবার জয়পুরহাট প্রেসক্লাবে অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিক্যাল ষ্টুডেন্ট’স এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির ছাত্রী বিষয়ক সম্পাদক মৌসুমী আক্তার স্মৃতি।

সংবাদ সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মেহেদী হাসান, রাজশাহী মহানগরী সহ-সভাপতি দেলোয়ার হোসেন, জেলা শাখার সভাপতি তানভীর রহমান, সাধারণ সম্পাদক মশিউর রহমান মুন্না সহ শতাধিক ম্যাটস্ শিক্ষার্থী উপস্থিত ছিলেন

সংবাদ সম্মেলনে আরো জানানো হয় যে, আগামী ৫মে’র মধ্যে এসব দাবি মানা না হলে আগামী ৬মে’ প্রতি জেলায় ছাত্র ধর্মঘট সহ বৃহত্তর কর্মসুচী গ্রহন করা হবে।

এবিএন/ এরশাদুল বারী তুষার/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত