রবিবার, ০৩ আগস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩১
logo
  • হোম
  • জাতীয়
  • দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সদরঘাট থেকে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সদরঘাট থেকে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সদরঘাট থেকে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ

ঢাকা, ২৯ এপ্রিল, এবিনিউজ : দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে রাজধানীর সদরঘাট টার্মিনাল থেকে সব ধরনের যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

আজ রবিবার দুপুরে দিকে এক বৈঠকে বিআইডব্লিউটিএর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগ এ সিদ্ধান্ত নেয়।

ঢাকা নদীবন্দর নৌযান পরিদর্শক দীনেশ কুমার সাহা গণমাধ্যমকে জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ঢাকা নদীবন্দরের ৪১টি রুটে সব ধরনের যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ রাখা হচ্ছে। আবহাওয়া পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে।

আজ সকাল থেকে রাজধানীতে কালবৈশাখীর সঙ্গে বৃষ্টি হয়। সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ৫০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ সময় বাতাসের গতিবেগ ছিল ৬৩ কিলোমিটার।

আগামী ৪৮ ঘণ্টায় রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় ভারী বর্ষণ হতে পারে বলে সতর্কতা জানিয়েছে আবহাওয়া বিভাগ।

এবিএন/সাদিক/জসিম

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত