শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • কারোর অনুরোধ, সুপারিশ রাখার দরকার নেই: আনিসুল ইসলাম

কারোর অনুরোধ, সুপারিশ রাখার দরকার নেই: আনিসুল ইসলাম

কারোর অনুরোধ, সুপারিশ রাখার দরকার নেই: আনিসুল ইসলাম

হাটহাজারী(চট্টগ্রাম) , ২৯ এপ্রিল, এবিনিউজ: হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৮ এপ্রিল ২০১৮ ইং রোজ শনিবার বিদ্যালয় ও কলেজ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্জ ইলিয়াছ তালুকদারের সভাপতিত্বে এবং প্রতিষ্ঠানের অধ্যক্ষ আলী আহম্মদের সঞ্চালনায় বিদ্যালয় ও কলেজ মাঠ প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অথিতি ছিলেন, বাংলাদেশ সরকারের পরিবেশ ও বন মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।

অনুষ্ঠানে আলোকিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোলজি সার্জারী বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ডাঃ এল এ কাদেরী, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহ্বুবুল আলম চৌধুরী এবং উপজেলা নির্বাহী অফিসার আক্তার উননেছা শিউলী।

অভিভাবকদের উদ্দেশ্যে প্রধান অথিতির বক্তব্যে মন্ত্রী বলেন, “আপনাদের ছেলে-মেয়েদের খোঁজ খবর আপনাদেরকেই রাখতে হবে। কোনো কথা নেই পরীক্ষায় ফেল করা মানেই ফেল, কোন কারোর অনুরোধ সুপারিশ রাখার দরকার নেই।

এ সময় মন্ত্রী বলেন, কাঁচারি সড়কে একটা ট্রামা সেন্টার করার চিন্তা ভাবনা করা হচ্ছে, যেখানে দূর্ঘটনা কবলিত লোকদেরকে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হবে। তাছাড়া হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের জন্য একটা বহুতল ভবনের ব্যবস্থাও করা হচ্ছে এবং এর জন্য ৩ গন্ডা(৬ শতক)জমির প্রয়োজন, তা না হলে এর ভিতরে এ্যসেম্বিলি করার মত জায়গা থাকবে না । মন্ত্রী আরো বলেন, হাটহাজারী মাদ্রাসা বহুল এলাকা হওয়া সত্বেও এখনো পর্যন্ত একটা জঙ্গীরও সন্ধান মেলেনি”।

উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ আলী আহম্মদ,কমিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা সদস্য গোবিন্দ প্রসাদ মহাজন । এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিউল আযম, হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বেলাল উদ্দিন জাহাঙ্গীর, আজীবন দাতা সদস্য অধ্যাপক নীলাদ্রী মহাজন, সদস্য মোঃ মতিউর রহমান, সদস্য মোঃ জসিম উদ্দিন, সদস্য মোঃআলী আজম, সদস্য বাবুল, হাটহাজারী প্রেসক্লাব সভাপতি দৈনিক আজাদী পত্রিকার হাটহাজারী প্রতিনিধি কেশব কুমার বড়ূয়া, হাটহাজারী সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক, দৈনিক ইত্তেফাক পত্রিকার হাটহাজারী উপজেলা সংবাদদাতা মোঃ আতাউর রহমান মিয়া সহ আরো অনেকে।

সব শেষে বিদ্যালয়ের ছাত্রীদের অংশগ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

এবিএন/মোঃ আলাউদ্দীন/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত