শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১
logo

বার্সেলোনা ওপেনের ফাইনালে নাদাল

বার্সেলোনা ওপেনের ফাইনালে নাদাল

ঢাকা, ২৯ এপ্রিল, এবিনিউজ : বার্সেলোনা ওপেনে নিজের ১১তম শিরোপা থেকে আর এক জয় দূরে রাফায়েল নাদাল। র‌্যাঙ্কিংয়ের এক নম্বর এ তারকা বেলজিয়ামের ডেভিড গফিনকে হারিয়ে বার্সেলোনা ওপেনের ফাইনালে উঠেছেন।

বার্সেলোনায় শনিবার সেমিফাইনালে র‌্যাঙ্কিংয়ের ১০ নম্বর খেলোয়াড় গফিনকে ৬-৪, ৬-০ গেমে হারান বর্তমান চ্যাম্পিয়ন নাদাল।

এ জয়ে দারুণ একটি মাইলফলক ছুঁয়েছেন ৩১ বছর বয়সী স্প্যানিশ তারকা। ক্লে কোর্টে লাল দুর্গের রাজার যে এটি ৪০০তম জয়। পাশাপাশি ক্লে কোর্টে নিজের টানা জয়ের সংখ্যাটা নিয়ে গেলেন ৪৪ সেটে।

টেনিসের উন্মুক্ত যুগে নাদাল চতুর্থ খেলোয়াড় হিসেবে ক্লে কোর্টে ৪০০ বা এর বেশি জয় পেলেন। ৬৫৯ জয় নিয়ে সবার ওপরে আর্জেন্টিনার গিয়ের্মো ভিলাস। এর পর আছেন স্পেনের ম্যানুয়েল ওরানতেস (৫০৫ জয়) ও অস্ট্রিয়ার থমাস মুস্টার (৪২২ জয়)।

গত সপ্তাহে নাদাল মন্টে কার্লো মাস্টার্সে জিতেছেন নিজের ১১তম শিরোপা। বার্সেলোনা ওপেনে নিজের আগের ১০ বারের ফাইনালে প্রতিবারই তিনি চ্যাম্পিয়ন হয়েছেন।

এবিএন/সাদিক/জসিম

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত