![সুনামগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/29/bojropat_137395.jpg)
সুনামগঞ্জ , ২৯ এপ্রিল, এবিনিউজ : সুনামগঞ্জে সদর উপজেলার সুরমা ইউনিয়নের সৈয়দপুর গ্রামে বজ্রপাতে লিটন মিয়া(৩০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। কৃষক লিটন সদর উপজেলার সুরমা ইউনিয়নের সৈয়দপুর গ্রামের মুক্তিযোদ্ধা শাহজাহান মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, রোববার সকাল সাড়ে ৮টার দিকে কৃষক লিটন বাড়ির পাশে ধানক্ষেত ধান দেখতে যান। এসময় হঠাৎ বজ্রপাতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাকে সুনামগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক লিটনকে মৃত ঘোষণা করেন। সুনামগঞ্জ ২৫০ শয্যা সুনামগঞ্জ সদর হাসপাতালে আবাসিক চিকিৎসক ডা. রফিকুল ইসলাম জানান, সুনামগঞ্জ সদর মডেল থানায় খবর দেওয়া হয়েছে।
এবিএন/ অরুন চক্রবর্তী/জসিম/নির্ঝর