বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo

কাউখালীতে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত

কাউখালীতে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত

কাউখালী (পিরোজপুর), ২৯ এপ্রিল, এবিনিউজ : পিরোজপুরের কাউখালীতে জাতীয় পুষ্টি সপ্তাহ ২৩-২৯ এপ্রিল ২০১৮ যথাযথ মর্যাদায় উদযাপিত হয়েছে। এ বছরের প্রতিপাদ্য ‘‘খাদ্যের কথা ভাবলে, পুষ্টির কথাও ভাবুন’’ এ উপলক্ষে এসডিএফ ও সীমান্তিক এর যৌথ উদ্যোগে সপ্তাহ ব্যাপি হ্যান্ড ওয়াশিং স্টেশন পিটি ট্যাপ বিতরনের কর্মসূচি গ্রহণ করে।

কাউখালীর ৩৬টি গ্রামে প্রতি গ্রামে ১৪০জন সদস্যদের মাঝে একটি টিপি ট্যাপ বোতল, একটি সাবান ও একটি নেটের ব্যাগ বিনামূল্যে বিতরণ এবং সদস্যদের মাঝে হাত ধোঁয়ার বার্তা ও টিপি ট্যাপ পৌছে দেওয়া হয়। পরিস্কার পরিচ্ছন্ন তার মাধ্যমেই সার্বিক পুষ্টি নিশ্চিত করা সম্ভব আর এ কার্যক্রমকে সফল করতে যারা সর্বাত্মক সহযোগীতা করেছেন সীমান্তিক এর টিম লিডার ডাঃ এসএম রুহুল আমিন, মনিটরিং ও ইভ্যুলেশন অফিসার মামুন আর রশিদ, জেলা পুষ্টি সুপার ভাইজার ইসরাত জাহান, কাউখালী উপজেলা পুষ্টি সুপার ভাইজার মোঃ শহিদুল ইসলাম এসডিএফ এর জেলা ম্যানেজার মোঃ আনোয়ার হোসেন, জেলা কর্মকর্তা মোঃ জসিম উদ্দীন, মোহাম্মাদ আলী, আঃ রাজ্জাক সিদ্দিকী, মোঃ জাহাঙ্গীর আলম, ক্লাস্টার অফিসার মোঃ শাহীন মৃধা, মোঃ তারিক হাসান, মোঃ ফিরোজ জাহান, মোঃ আখতারুজ্জামান ও সকল সিএফ বৃন্দ ও পুষ্টি কমিটির সদস্য বৃন্দ।

এবিএন/সৈয়দ বশির আহম্মেদ/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত