বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১
logo
  • হোম
  • সারাদেশ
  • শাহজাদপুরে হ্যান্ডকাপসহ আসামির পলায়নে ২ কনষ্টেবল প্রত্যাহার

শাহজাদপুরে হ্যান্ডকাপসহ আসামির পলায়নে ২ কনষ্টেবল প্রত্যাহার

শাহজাদপুরে হ্যান্ডকাপসহ আসামির পলায়নে ২ কনষ্টেবল প্রত্যাহার

সিরাজগঞ্জ, ২৯ এপ্রিল, এবিনিউজ : সিরাজগঞ্জের শাহজাদপুরে হ্যান্ডকাপসহ আসামি পালানোর ঘটনায় আমলী আদালতে দায়িত্বপ্রাপ্ত দুই পুলিশ কনষ্টেবলকে প্রত্যাহার করা হয়েছে।

আজ রোববার সকালে সিরাজগঞ্জ পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদের নিদের্শে তাদের প্রত্যাহারের পর জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। প্রত্যাহার হওয়া দুজন হলেন আব্দুল হাই সরকার ও বিদ্যুত কুমার।

সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের জনসংযোগ কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ দুই কনষ্টেবল প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামি পালানোর ঘটনায় কোন পুলিশ কর্মকর্তার দায়িত্বে অবহেলা বা গাফিলতি আছে কিনা, সেটি খতিয়ে দেখতে শাহজাদপুর আমলী আদালতে দায়িত্বপ্রাপ্ত কোট সাব ইন্সপেক্টর (সিএসআই) প্রদ্যুত কর, জেনারেল রেকর্ড অফিসার (জিআরও) আতাউর রহমান এবং শাহজাদপুর থানার ওসি খাজা মো. গোলাম কিবরিয়া ও পরিদর্শক (তদন্ত) রাকিবুল ইসলামের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হবে।

প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় মাদক ও চুরিসহ অন্যান্য মামলার ৪ আসামিকে শাহজাদপুর আমলী আদালত থেকে সিএনজি আটোরিকশাযোগে জেলা কারাগারে নেয়া হচ্ছিল। ৪ আসামি পেছনের সিটে এবং ওই দুই পুলিশ কনস্টেবল চালকের পাশে বসে ছিলেন। পথে শাহজাদপুর বিসিক বাসটার্মিনাল এলাকায় হ্যান্ডকাপসহ মাদক মামলার দুই আসামি দারিয়াপুর মহল্লার মৃত দুলালের ছেলে চান্নু শেখ (২৫) এবং কান্দাপাড়া গ্রামের শহীদ আলী প্রামাণিকের ছেলে আতাউর রহমান (৩৪) পালিয়ে যান। পরে রাতে আতা পুলিশের কাছে আত্মসমর্পণ করলেও চান্নুকে রোববার সকাল পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি।

এবিএন/এস.এম. তফিজ উদ্দিন/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত