মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩১
logo

চিলমারীতে ময়লার গর্তে নবজাতকের লাশ

চিলমারীতে ময়লার গর্তে নবজাতকের লাশ

চিলমারী(কুড়িগ্রাম), ২৯ এপ্রিল, এবিনিউজ : কুড়িগ্রামের চিলমারীতে ময়লার গর্তে এক নবজাতকের লাশ পাওয়া গিয়াছে। আজ রোববার সকালে উপজেলার কলেজ মোড়স্থ ভূমি অফিসের পিছনে একটি ময়লার গর্তে লাশটি দেখা যায়।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার কলেজ মোড়স্থ ভূমি অফিসের পিছনের একটি গর্তে এলাকাবাসী গামছা দিয়ে পেচানো নবজাতক ওই শিশুটির মরদেহ দেখতে পান। পরে তাঁরা চিলমারী মডেল থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি দেখে হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে এটির ক্লু উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। বেলা আড়াইটায় এরিপোর্ট লেখা পর্যন্ত লাশটি সেখান থেকে উদ্ধার করা হয়নি।

চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃষ্ণ কুমার সরকার বলেন, নবজাতক একটি শিশুর লাশ পাওয়া গিয়াছে। এটি উদ্ধারের জন্য আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এবিএন/গোলাম মাহবুব/জসিম/নির্ঝর

ad

প্রধান শিরোনাম

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত