![চট্টগ্রামে ওয়ানশুটার গানসহ গ্রেফতার ৩](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/29/abnews-24.bb_137402.jpg)
চট্টগ্রাম, ২৯ এপ্রিল, এবিনিউজ: চট্টগ্রামে ছিনতাইয়ের প্রস্তুতিকালে একটি ওয়ানশুটার গান, গুলি, ককটেলসহ ৩ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র্যাব-৭। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মহানগরীর চকবাজার এলাকায় গুলজার টাওয়ারে অভিযান চালিয়ে চিনতাইকারীদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো-নগরের রসুলবাগ আবাসিক এলাকার মো. শাহ আলমের ছেলে সাইফুল ইসলাম (২৩), একই এলাকার মো. বেলালের ছেলে ফাহিম (২১) ও সৈয়দশাহ এলাকার মো. ইলয়াসের ছেলে সাকিব (২২)।
র্যাবের সিনিয়র সহকারী পুলিশ সুপার মিমতানুর রহমান জানান, চট্টগ্রাম মহানগরীতে ছিনতাইয়ের ঘটনা বৃদ্ধি পাওয়ায় র্যাব-৭, চট্টগ্রাম পেশাদার ছিনতাইকারীদের ধরতে ব্যাপক গোয়েন্দা নজরধারী অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, সংঘবদ্ধ চক্রের ছিনতাইয়ের প্রস্তুতির খবরে নগরের চকবাজার এলাকায় অভিযান চালানো হয়।
র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল মাহমুদের নেতৃত্বে অভিযানে হাতেনাতে ৩ ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। এসময় তাদের দেহ তল্লাশী করে একটি ওয়ানশুটার গান, ২ রাউন্ড গুলি, ২টি ককটেল এবং একটি ছুরি উদ্ধার করা হয়।
এবিএন/রাজীব সেন প্রিন্স/জসিম/তোহা