![রামপুরায় পোশাক কারখানায় আগুন](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/29/rampura_137405.jpg)
ঢাকা, ২৯ এপ্রিল, এবিনিউজ : রাজধানীর রামপুরার ওয়াপদা রোডের বিপরীতে একটি পোষাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১ ইউনিট । আজ রবিবার দুপুর পৌনে ২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দফতরের ডিউটি অফিসার নাজমা আক্তার জানান, রামপুরার ওয়াপদা এলাকার একটি ১২ তলা ভবনের ছয় তলায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১১ ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ভবনের ছয় তলা থেকে প্রচুর ধোঁয়া বের হচ্ছে।
এবিএন/মমিন/জসিম