![গাইবান্ধায় ৯ জুয়ারী আটক](https://archive.abnews24.com/assets/images/news_images/2018/04/29/abnews-24.bbbbbbb_137419.jpg)
গাইবান্ধা, ২৯ এপ্রিল, এবিনিউজ: গাইবান্ধা সাঘাটা উপজেলার ভরতখালী ইউনিয়নের দক্ষিন উল্লাহ চড়পাড়া নদীর পাড়ে গতকাল শনিবার সন্ধ্যায় ডিবি পুলিশ অভিযান চালিয়ে ৯ জন জুয়ারী কে আটক করেছে। এসময় তাদের কাছ থেকে ডাবু খেলার সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
আটককৃতরা হচ্ছে- শফিকুল ইসলাম (৩৮), যোগীন্দ্র নাথ (৪০), আবুল কাশেম (৩০), আজাহার আলী (৩৬), আইনুল মিয়া (৩২), মাহবুবর রহমান (৪৭), শহিদুল ইসলাম (৩৮), জিল্লুর রহমান (২৮) ও শফিউল ইসলাম (৩৪)। তাদের বিরুদ্ধে সাঘাটা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এবিএন/আরিফ উদ্দিন/জসিম/তোহা