গাইবান্ধা, ২৯ এপ্রিল, এবিনিউজ: গাইবান্ধার পরাশবাড়ীতে স্থানীয় ভাবে পেশাজীবি বৃহৎ সংগঠন পলাশবাড়ী উপজেলা হাট-বাজার ব্যবসায়ি সমিতির (রেজি: নং-রাজ-২৬৭০) নির্বাচনে প্রার্থীদের ব্যয়বহুল প্রচার-প্রচারনা এখন তুঙ্গে।
৭ মে ২০১৮ খ্রি. অত্র সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন। আর মাত্র ক’দিন। নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের স্ব-স্ব প্রতিক ও পদ-পদবি উল্লেখ করে পোস্টার, লিফলেট ও বিলবোর্ডেরর ব্যাপকতায় উপজেলার সর্বত্র ছেয়ে গেছে।
ভোট প্রার্থনায় প্রার্থীরা তাদের সংগঠনের সম্মানিত ব্যবসায়ি ভোটারদের দ্বার-দ্বারে ঘুরছে। নির্দিষ্ট ব্যাবসা-প্রতিষ্ঠানের ঠিকানা ছাড়াও পথে-প্রান্তরে সাক্ষাত ভোটারদের সাথে প্রার্থীরা তাদের কুশল বিনিময় অব্যাহত চালিয়ে যাচ্ছেন।
উপজেলার মূল ব্যস্ততম সদরের কালীবাড়ী বাজারের ‘মেসার্স হারুন সুপার মার্কেটে’ অবস্থিত সংগঠনের প্রধান কার্যালয় সেজেছে নতুন রুপে। সবমিলিয়ে ভোটাররাও এখন বেশ খোশমেজাজে অবস্থান করছেন। দিন যতই ঘনিয়ে আসছে প্রার্থীরাও তাদের প্রচার-প্রচারনার মাত্রা ততই বাড়ছে। সদরের বিভিন্ন স্থান ছাড়াও উপজেলার সর্বত্র ছড়িয়ে-ছিটিয়ে থাকা ভোটার ব্যবসায়িদের মধ্যে অনেকেই তাদের পছন্দের প্রার্থীর হয়ে নিরলস কাজ করে যাচ্ছেন। প্রার্থীরাও ভোটারদের ভোট প্রত্যাশায় তাদের সম্মানে যথাসাধ্য নির্বাচনি ব্যয় রেখেছেন অব্যাহত।
প্রার্থী-ভোটার ছাড়াও উপজেলার সর্বস্তরের সচেতন মহলসহ সবার দৃষ্টি এখন নির্বাচনি শেষ ফলাফলের দিকে। সংগঠনের কার্যকরি কমিটির পৃথক ১১ পদের বিপরীতে মোট ২৩ প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন। তন্মধ্যে ক্রীড়া ও ধর্মীয় সম্পাদকের পৃথক ২ পদে কোন প্রতিদ্বন্দ্বিতা না থাকায় ৫ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি ইতোমধ্যেই তাদের বিনা-প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষনা করছেন।
সর্বশেষ ৯ পদে ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত রয়েছেন। মোট ব্যবসায়ি সদস্য ভোটার সংখ্যা ৭’শ ২২ জন। যথাক্রমে সভাপতি পদে ২ জন, সহ-সভাপতি পদে ৩, সাধারণ সম্পাদক ৪, সহ-সাধারণ সম্পাদক ২, কোষাধ্যক্ষ ২, দপ্তর সম্পাদক ২, সাংগঠনিক সম্পাদক ২, প্রচার সম্পাদক ২ ও কার্যকরি সদস্যের একটি পদে ২ জনসহ ২১ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এবিএন/আরিফ উদ্দিন/জসিম/তোহা