চিরিরবন্দর (দিনাজপুর), ২৯ এপ্রিল, এবিনিউজ: চিরিরবন্দরের ব্র্যাকের কৃত্রিম প্রজননের বাছুর প্রদর্শনী ও পুরষ্কার বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে হরনন্দপুর মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। বাছুর প্রদর্শনী অনুষ্ঠানে অন্তত শতাধিক বাছুর প্রতিযোগিতায় অংশ নেয়।
বাছুরের বিভিন্ন দিক পর্যবেক্ষণ করে ব্র্যাকের পর্যবেক্ষণ টিম ৫৩টি বাছুর মালিককে পুরষ্কার প্রদান করে। অনুষ্ঠানে ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি খোকারাম সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ব্র্যাকের এরিয়া ম্যানাজার মো. মোস্তাফিজুর রহমান, বিশেষ অতিথি হিসেবে প্রভাষক ও সাংবাদিক আফছার আলী খান, ডা. প্রদিপ কুমার ভিএস (মান নিয়ন্ত্রক ব্র্যাক), ডা. সুমি (ভিএস ব্রাক), সাইফুল ইসলাম (সহকারী চিকিৎসক ব্রাক) প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে গাভি লালন-পালনে উৎসাহিত করার লক্ষ্যে পরামর্শমূলক আলোচনা করা হয়। প্রথম স্থান অধিকারীকে এ্যান্ড্রয়েট মোবাইল ফোন, দ্বিতীয় রাইচ কুকার এবং তৃতীয় কারি কুকার পুরষ্কার হিসেবে দেয়া হয়। অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন ব্র্যাকের সুপারভাইজার মো. হানিফ কাজী ও ব্র্যাকের এআই মো. এনামুল হক।
এবিএন/রফিকুল ইসলাম/জসিম/তোহা