
ফুলবাড়ী (দিনাজপুর), ২৯ এপ্রিল, এবিনিউজ: চিরিরবন্দর উপজেলার হরানন্দপুর মাধ্যমিক বিদ্যালয়ের তালা অফিস কক্ষের তালা ভেঙ্গে চুরি করতে ব্যর্থ হয়েছে। গত ২৬ এপ্রিল রাতে বিদ্যালয়ের অফিস কক্ষের তালা ভাঙ্গতে ব্যর্থ হয়ে পাশের রুমের তালা ভেঙ্গে চুরি করার চেষ্ঠা করেও ব্যর্থ হয়েছে চোরেরা।
জানা গেছে, এর আগে ২০১৫ইং সালে বিদ্যালয়ের জানালার গ্রিল ভেঙ্গে বিদ্যালয়ের কম্পিউটার চুরি হয়। এছাড়াও ২০১৭ইং সালে হরানন্দপুর স্যাটেলাইট ক্লিনিকের গেটের তালা ভেঙ্গে সৌর বিদ্যুতের প্যানেল, বেটারী, টিউবওয়েল ও ৪ টি ফ্যান চুরি হয়। ঐ বছরেই বাবু রুহিদাস মন্ডলের সেচের পাম্প চুরি, মন্দিরের টিউবওয়েল চুরি এবং গত মাসেই মোড়ের আব্দুল খালেকের মুদিখানার দোকানে তালা ভেঙ্গে মালামাল চুরি হয়।
এলাকাবাসীর অভিযোগ, রাত লাগলেই মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ও মন্দিরের আশে পাশে বসে নেশার আড্ডা। স্থানীয় প্রভাবশালীদের উড়তী বয়সের ছেলেরা জড়িত থাকার কারনে তাদেরকে কেউ কিছু বলার সাহস রাখে না। সংশ্লিষ্ট ইউ,পি চেয়ারম্যানকে বিষয়টি অবহিত করা হয়েছে।
স্থানীয় গ্রাম্য পুলিশ মনতাজ আলী তাদেরকে কিছু বলতে পারে না, বলেলও তারা কোন তোয়াক্কা করে না বলে জানিয়েছে। এলাকাবাসীর অভিমত, পরিবেশ নষ্ট হওয়ায় আিভভাবকরা তাদের নিজ নিজ সন্তানদেরকে নিয়ে মহা বিপদে আছেন। প্রকাশ্যে নেশাগ্রস্থ ছেলেরা প্রকাশ্যে নেশা করলেও তাদেরকে থামানো যাচ্ছে না।
স্থানীয় জনসাধারন দাবী করেন, প্রশাষনের উর্ধতন কর্তৃৃপক্ষের হস্থক্ষেপের মাধ্যমেই এলাকায় শান্তি পূর্ন পরিবেশ তৈরী হওয়া সম্ভব।
এবিএন/আফজাল হোসেন/জসিম/তোহা